Key Highlightsকলকাতা পুরভোটের আগেই সুপ্রিম কোর্টের দারস্থ হল গেরুয়া শিবির। ত্রিপুরায় পুরভোটে ঘটে যাওয়া অশান্তির পুনরাবৃত্তি যাতে না হয় তাই আগাম সতর্কতা
কলকাতায় পুরভোটের আগে বিজেপি শাসিত ত্রিপুরায় পুরভোট ঘিরে অশান্তি হয়। নির্বাচন ঘিরে এই হিংসার ঘটনায় বিরোধীদের ওপরই হামলার অভিযোগ ওঠে।
কলকাতা পুরভোটের আগেই বিরোধী দলের নামে অভিযোগ দায়ের করে বিজেপি
সুপ্রিম কোর্টে দারস্থ হয় গেরুয়া শিবির। তাদের অভিযোগ, "ভোটের আগে রাজনৈতিক হিংসা বাড়ছে। বিরোধীদের ওপর হামলা হচ্ছে। বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় অবাধ পুরভোট করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।"
"কলকাতা পৌর নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হোক" আদালতের কাছে এমনটাই আবেদন করেন বঙ্গ বিজেপি দল।

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগে সওয়াল করেছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ও
রাজ্যপাল জগদীপ ধনখড় তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কলকাতা পুরভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চেয়েছিলেন, পুরভোটে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে না, কোথায় অসুবিধা। সূত্রের খবর, কমিশনের তরফে রাজ্যপালকে জানানো হয়েছে, পুরভোটে আপাতত প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশই যথেষ্ট।

- Related topics -
- রাজ্য
- রাজনীতি
- বিজেপি
- কলকাতা পৌরসভা
- সুপ্রিম কোর্ট








