সেলিব্রিটি

অভিনেত্রী বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান

অভিনেত্রী বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান
Key Highlights

বলিউডে একের পর এক খুশির খবর! রনবীর-আলিয়া, গুরমিত-দেবিনার পর এবার শিশুকন্যার আগমন হল কর্ণ-বিপাশার ঘরে।

গত কয়েকমাস ধরেই অভিনেত্রী বিপাশা বসুর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ভাইরাল হয়েছে। তবে গত শনিবার সকালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গত শুক্রবার রাতে অভিনেত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের খের-এ হিন্দুজা হাসপাতালে। সেখানেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা।

দীর্ঘ প্রতীক্ষার পর মা হলেন অভিনেত্রী বিপাশা বসু! মা-সন্তান দুজনেই সুস্থ তবে কিছুদিন হাসপাতালেই থাকবেন তিনি

শনিবার সকালে বিপাশা এবং করণ সিং গ্রোভারের ঘরে লক্ষ্মীর আগমণ ঘটেছে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই খুশি দুই পরিবার। ২০১৬ সালের ৩০শে এপ্রিল, করণকে বিয়ে করেন বিপাশা। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয় তাদের। এরপর থেকেই বারবার অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তৈরি হয়। এমনকি একাধিকবার বিপাশা এবং করণের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ নিয়েও অনেক জল্পনা ছড়িয়েছিল। শেষমেশ গত কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার খবর সামনে আনেন বিপাশা।

এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে তিনি কন্যা সন্তানের জন্ম দিতে পারেন। বিপাশা জানান যে তাঁর ও করণের সম্পর্কের শুরু থেকেই তাঁরা খুব স্পষ্ট ছিলেন যে কবে তাঁরা অভিভাবক হবেন। আর এটাই সঠিক সময় বলেও জানিয়েছিলেন বিপাশা।

প্রেগনেন্সির সময় একাধিক ফটোশুট করেছেন বিপাশা। কখন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবি তুলেছেন তো আবার কখনও বেবিবাম্প উন্মুক্ত করে ছবি তুলেছেন। শুধু তাই নয়, এই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। তবে এর মধ্যেই খুশির খবর বসু এবং গ্রোভার পরিবারে। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন বিপাশা। এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে।



Bangladesh | শেখ হাসিনার রায়দানের তারিখ ঘোষণা আজ, উত্তপ্ত ওপার বাংলা, ঢাকায় মোতায়েন সেনা-পুলিশ
Delhi 10/11 Blast | তুখোড় বিরিয়ানি রাঁধেন, চালান বন্দুক-ও! দিল্লি বিস্ফোরণের নেপথ্যে মহিলা চিকিৎসক শাহিন!
Rashid Khan | ফের বিয়ের পিঁড়িতে আফগান ক্রিকেটার রশিদ খান, তারকার দ্বিতীয় স্ত্রীকে চেনেন কি?
Trump Tariff | ভারতের সঙ্গে হবে আমেরিকার নতুন চুক্তি, শুল্ক কমানো নিয়েও মুখ খুললেন ট্রাম্প!
Delhi 10/11 Blast | লালকেল্লায় রেইকি কাশ্মীরি চিকিৎসকের? সিসিটিভি ফুটেজে সামনে এলো সুইসাইড বম্বারের চেহারা
Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণে মৃত্যু প্রায় ১০ জনের! হাই অ্যালার্ট জারি কলকাতা-মুম্বই-সহ সমস্ত বড় শহরে!
BLO | এনুমারেশন ফর্ম বিলির অতিরিক্ত চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু মেমারির BLO-র!