সেলিব্রিটি

অভিনেত্রী বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান

অভিনেত্রী বিপাশা বসুর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান
Key Highlights

বলিউডে একের পর এক খুশির খবর! রনবীর-আলিয়া, গুরমিত-দেবিনার পর এবার শিশুকন্যার আগমন হল কর্ণ-বিপাশার ঘরে।

গত কয়েকমাস ধরেই অভিনেত্রী বিপাশা বসুর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ভাইরাল হয়েছে। তবে গত শনিবার সকালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গত শুক্রবার রাতে অভিনেত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের খের-এ হিন্দুজা হাসপাতালে। সেখানেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা।

দীর্ঘ প্রতীক্ষার পর মা হলেন অভিনেত্রী বিপাশা বসু! মা-সন্তান দুজনেই সুস্থ তবে কিছুদিন হাসপাতালেই থাকবেন তিনি

শনিবার সকালে বিপাশা এবং করণ সিং গ্রোভারের ঘরে লক্ষ্মীর আগমণ ঘটেছে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই খুশি দুই পরিবার। ২০১৬ সালের ৩০শে এপ্রিল, করণকে বিয়ে করেন বিপাশা। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয় তাদের। এরপর থেকেই বারবার অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তৈরি হয়। এমনকি একাধিকবার বিপাশা এবং করণের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ নিয়েও অনেক জল্পনা ছড়িয়েছিল। শেষমেশ গত কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার খবর সামনে আনেন বিপাশা।

এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে তিনি কন্যা সন্তানের জন্ম দিতে পারেন। বিপাশা জানান যে তাঁর ও করণের সম্পর্কের শুরু থেকেই তাঁরা খুব স্পষ্ট ছিলেন যে কবে তাঁরা অভিভাবক হবেন। আর এটাই সঠিক সময় বলেও জানিয়েছিলেন বিপাশা।

প্রেগনেন্সির সময় একাধিক ফটোশুট করেছেন বিপাশা। কখন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবি তুলেছেন তো আবার কখনও বেবিবাম্প উন্মুক্ত করে ছবি তুলেছেন। শুধু তাই নয়, এই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। তবে এর মধ্যেই খুশির খবর বসু এবং গ্রোভার পরিবারে। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন বিপাশা। এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে।



MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Health Drink for Adults and Kids | পুষ্টির জন্য বাজার থেকে কিনে নয়, বরং বাড়িতেই হেলথ ড্রিংক বানিয়ে খান!