Bibhas Adhikari | ভুয়ো ‘ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র অফিস খুলে বসেছিলেন! গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির আসামী বিভাস অধিকারী

আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো ‘থানা’ খুলে জালিয়াতির অভিযোগ ওঠে বিভাসের বিরুদ্ধে।
জাল থানা খোলার অপরাধে গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত বীরভূমের বিভাস অধিকারী সহ মোট ৬ জন। অভিযোগ, দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ নামে অফিস খুলেছিলেন বিভাসরা। আন্তর্জাতিক তদন্ত সংস্থার ভুয়ো আইডি দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে টাকা তোলা হতো। নয়ডায় পাকাপোক্ত অফিস খুলে চলতো এই জালিয়াতি। এদিন গৌতমবুদ্ধ নগর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল বিভাস অধিকারীর।