2023 Best Invention | জিপিটি–৪ থেকে শুরু করে ২৪০০ বছরের পুরোনো ফ্লাশ টয়লেট-মোনালিসার রহস্য! কী কী আবিষ্কার হলো ২০২৩ সালে?

Saturday, December 30 2023, 3:24 am
highlightKey Highlights

২০২৩ সালে বিজ্ঞান, শিল্প, নকশা ও প্রত্নতত্ত্ব নিয়ে বহু জিনিস আবিষ্কার হয়েছে। বছর শেষে দেখে নিন এই তালিকার বিশেষ কিছু আবিষ্কার।


২০২৩ সাল শেষের পথে, এখন ফিরে তাকানো ফেলে আসা দিন ও স্মৃতির দিকে এবং আনন্দের সাথে আপন করে নেওয়া নতুনকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের জ্ঞানের পরিধি। প্রযুক্তির ব্যবহার করে নতুন নতুন আবিষ্কার এবং পুরাতনের রহস্য উন্মোচন হয়ে চলেছে প্রতি নিয়ত। ২০২৩ সালেও বিশ্ব জুড়ে শিল্প, বিজ্ঞান,  নকশা ও প্রত্নতত্ত্ব নিয়ে বহু জিনিস আবিষ্কার হয়েছে। যার মধ্যে রয়েছে পুরাতন এবং নতুনের তালিকা। সাগরের অতলে হারানো জাহাজ, লাইব্রেরির আর্কাইভে লুকোনো পুরনো নথি কিংবা রান্নাঘরের দেয়ালের কোঠরে রয়ে যাওয়া ঐতিহাসিক কোনো নিদর্শনের পাশাপাশি দাবানল শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে দারুণ সব উদ্ভাবন আবিষ্কার হয়েছে ২০২৩ সালে। দেখে নেওয়া যাক এই তালিকার বিশেষ কিছু আবিষ্কার সম্পর্কে।

২০২৩ সালে বিজ্ঞানে আবিষ্কার -

২০২৩ সালের সেরা উদ্ভাবনগুলোর তালিকায় ওপেনএআইয়ের জিপিটি–৪ (OpenAI's GPT-4) থাকবে, সেটাই স্বাভাবিক। এই কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিপিটি–৪ মৌখিক যুক্তিতে পারদর্শী ও সহজ ভাষায় জটিল ধারণা ব্যাখ্যা করতে পারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওপেনএআই ইনপুট হিসেবে কথা ও ছবি ব্যবহার করে মডেলের সঙ্গে মিথস্ক্রিয়া (ইন্টারঅ্যাকশন) করার সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে দেখা যায়, জিপিটি–৪ভি ছবির বিষয়বস্তু সাধারণ ভাষায় কথা বলে বর্ণনা করতে সক্ষম।

এআই পিন :

এআই পিন (AI PIN) ২০২৩ সালের অন্যতম আবিষ্কারের মধ্যে একটি। এআই পিন হলো প্রযুক্তি প্রতিষ্ঠান হিউম্যানের প্রথম পণ্য। এই স্টার্টআপ অ্যাপলের সাবেক কর্মীরা প্রতিষ্ঠা করেন। এটি মূলত হালকা ওজনের একটি যন্ত্র পোশাকে পিন আকারে যুক্ত থাকে। হাতের তালুর মাধ্যমে মুঠোফোনে কল ও অন্যান্য কাজ করা যায় এই পিনের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি চালু না করতে পারলেও প্যারিস ফ্যাশন উইকে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল যন্ত্রটি ব্যবহার করেছেন। ক্ষুদ্র এই যন্ত্র ব্যবহারকারীদের জটিল প্রশ্নের জিজ্ঞাসা, কল এবং বার্তা পাঠাতে ও গ্রহণ করতে কাজ করে। ফলে আশা করা হচ্ছে ভবিষতে নতুন এই যন্ত্র স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিতে পারে।

মেটা সিমলেস ফোরটি :

২০২৩ সালের আগস্টে মেটা সিমলেস ফোরটি (Meta Seamless Forty) প্রকাশ করে। এই এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা মডেল ১০০টি ভাষা অনুবাদ ও প্রতিলিপি করতে পারে। এটি প্রথম একের মধ্যে সব (অল-ইন-ওয়ান) বহুভাষিক এআই অনুবাদ ও ট্রান্সক্রিপশন মডেল হিসেবেও পরিচিত৷ টেক্সট-টু-স্পিচ, স্পিচ-টু-স্পিচ, স্পিচ-টু-টেক্সট বা টেক্সট-টু-স্পিচ—বিভিন্নভাবে অনুবাদ করতে সক্ষম এই এআই। নানা ভাষার সঙ্গে কাজ করা এই সিস্টেমকে বেশ দক্ষ বলে দাবি করা হয়। মেটার এই মডেল উন্মুক্ত সোর্সকোডের। তাই সারা বিশ্বের গবেষকেরা এই কোড ব্যবহার করতে পারবেন।

ডেড্রোন সিটি–ওয়াইড ড্রোন :

ডেড্রোন সিটি-ওয়াইড ড্রোন ডিটেকশন (Dedrone City-Wide Drone) নামের একটি সেবা তালিকায় স্থান পেয়েছে। আকাশসীমার নিরাপত্তায় কাজ করে ডেড্রোন নামের প্রতিষ্ঠান। তারা ডেড্রোন সিটি-ওয়াইড তৈরি করেছে, যা একটি ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ও আকাশসীমায় দৃশ্য দেখতে সহায়তা করে। অর্থাৎ কোনো ড্রোন নির্ধারিত আকাশসীমার মধ্যে প্রবেশ করলে কয়েক সেকেন্ডের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে করে দিতে পারে এই ব্যবস্থা।

২০২৩ সালে শিল্প নকশা ও প্রত্নতত্ত্বে আবিষ্কার-

হাজার বছর পুরোনো তাঁতে বোনা জুতো :

স্প্যানিশ কয়লাখনি থেকে তাঁতে বোনা ২২টি স্যান্ডেল পাওয়া গিয়েছিল ১৮৫৭ সালে। ১৯৭০ এর দশকে কার্বন আইসোটোপ পরীক্ষায় জানা যায়, এটি ৫০০০ বছরেরও বেশি পুরনো। তবে ২০২৩ সালে  বার্সেলোনার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, এগুলোর বয়স ১০০০ বছরের কিছু বেশি। 

মোনালিসার নতুন রহস্য উন্মোচন : 

বিশ্ব বিখ্যাত ছবি মোনালিসা কে ছিলেন, কেন তার ঠোঁটে সেই রহস্যময় হাসি- তা নিয়ে এখনো বিস্তর জল্পনা চলে। তবে মোনালিসার ছবি থেকে এক্সরে-র মাধ্যমে এবার উন্মোচিত হয়েছে নতুন রহস্য। জানা গিয়েছে ছবির ভিত্তি-স্তর পরীক্ষা করে , প্লাম্বোনাক্রাইট নামের একটি খনিজ উপাদান মোনালিসার ছবিতে রয়েছে বলে জানা গিয়েছে। তেল ও লেড অক্সাইড একত্রে মিশে এই উপাদানটি তৈরি হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চিই প্রথম মানুষ- যিনি এর ব্যবহার করেছেন।

পৃথিবীর সবচেয়ে পুরনো ফ্লাশ টয়লেট : 

ফ্লাশ টয়লেট বর্তমানে প্রায় সবার ঘরে ঘরে দেখা যায়। এটি আধুনিক মনে হলেও তা কিন্তু নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জানা গেছে পৃথিবীর সবচেয়ে পুরনো ফ্লাশ টয়লেটের কথা, যা কি না  ২৪০০ বছরের পুরনো। জি'য়ান শহরের ইউয়েইয়াং প্রত্নতাত্ত্বিক স্থাপনায় পাওয়া গিয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো ফ্লাশ টয়লেট। এটি মূলত এক লেভেটরি ও বেন্ট পাইপ যা সে সময়ের চীনের অভিজাত শ্রেণি ব্যবহার করতো।

পিরামিডের গোপন পথ আবিষ্কার :

নানান রহস্যে ভরপুর পিরামিড। গত কয়েক বছর ধরেই গিজার গ্রেট পিরামিডের নানা রহস্য উন্মোচিত হচ্ছে। এর ভেতর রয়েছে রহস্যময় এক শূন্যস্থান। তবে সম্প্রতি অবলোহিত রশ্মি ও কসমিক রশ্মি ব্যবহার করে স্ক্যান পিরামিড প্রজেক্ট কর্মকর্তারা খুঁজে পেয়েছেন মূল প্রবেশ পথের কাছাকাছি ৩০ ফুট দীর্ঘ এক করিডোর। ২০২৩ সালের মার্চে পিরামিডের এই গোপন পথ আবিষ্কার হয়।

স্টোনহেঞ্জের মতো তীর্থস্থান :

রোটারডামের পূর্বে থাকা এক শহরকে এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ এক ভূমি বলা চলে। টিয়েলে ২০১৭ সাল থেকে চলছে খনন কাজ। সেখানে উন্মুক্ত করা হয়েছে ৪০০০ বছরের পুরনো এক তীর্থস্থান। জানা গিয়েছে, সূর্যদেবতার উদ্দেশ্যে তৈরি হয়েছিল এটি। এতে নৈবেদ্য হিসেবে ধনসম্পদ ও প্রাণীর কঙ্কালও মিলেছে। ব্রোঞ্জের তৈরি বর্শা যেমন আছে, তেমনি রয়েছে কবরও। ঐতিহাসিকবিদরা জানাচ্ছেন, এই তীর্থস্থান একদা ছিল জনসমাগমে পূর্ণ। বছরের বিশেষ দিনগুলোয় পূজা-অর্চনা, প্রার্থনা ও মৃতদের কবর দেওয়া হতো এখানে।

টাইটানিকের ধ্বংসাবশেষে গলার হার :

টাইটানিক সিনেমায় হারের কথা প্রায় সবাই জানেন। সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষে এরকমই বিস্ময়কর এক গলার হার পাওয়া গিয়েছে। আটলান্টিক মহাসাগরের তলদেশে গভীর জলে অনুসন্ধান চালানো সংস্থা ম্যাজিলান পুরো জাহাজ-জুড়ে অনুসন্ধান চালায়। এতে একটি গলার হার, পাওয়া গিয়েছে যাতে রয়েছে প্রাগৈতিহাসিক হাঙর 'মেগালোডোন'র একটি দাঁত। 

উপরোক্ত আবিষ্কার ছাড়াও আরও একাধিক আবিষ্কার রয়েছে বিশ্ব জুড়ে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতি নিয়তই নতুন কিছু বা পুরোনো রহস্যের উন্মোচন হচ্ছে। বছর শেষে ২০২৩ সালের শ্রেষ্ঠ কিছু আবিষ্কারের দিকেই ফিরে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File