জ্যামে গাড়ি ফেলে রেখেই চিকিৎসক দৌড়ে পৌঁছলেন অপারেশন থিয়েটারে | Bengaluru doctor leaves the car in traffic, runs 3 km to perform surgeries on time

Tuesday, September 13 2022, 7:36 am
highlightKey Highlights

ডাঃ গোবিন্দ নন্দকুমার বলেছেন যে তিনি ট্র্যাফিকের মধ্য দিয়ে তার হাসপাতালে সময়মতো নির্ধারিত অস্ত্রোপচারের জন্য দৌড়েছিলেন, প্রায় ১৫ মিনিটে ৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।


একদিকে অস্ত্রোপচারের অপেক্ষায় অপারেশন থিয়েটার শুয়ে রোগী। অন্যদিকে, রাস্তায় প্রবল যানজট, গাড়ির মধ্যে আটকে রয়েছেন রোগীর ডাক্তার। কীভাবে সময়ে হাসপাতালে পৌঁছবেন ভেবে উঠতে পারছিলেন না । অবশেষে, রোগীর প্রাণ বাঁচাতে ডাক্তার গোবিন্দ নন্দকুমার সিদ্ধান্ত নিলেন যে তিনি দৌঁড়েই হাসপাতাল পৌঁছবেন। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রায় ৪৫ মিনিট দৌঁড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর সেই চিকিৎসক।

তাঁর নাম গোবিন্দ নন্দকুমার। তিনি সার্জাপুরের মণিপাল হসপিটালের গ্যাস্ট্রোএন্টেরেলজির সার্জন। ৩০শে অগস্ট সকাল ১০টা নাগাদ এক রোগীর গলব্লাডারের জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। যে তাঁর এই পদক্ষেপকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা । বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্গালোর বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে । প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যানজট তৈরি হয়।

Trending Updates

ভাইরাল ভিডিও টি দেখতে এই লিংকটি ক্লিক করুন: https://www.instagram.com/tv/CiVQ6M5tZKs/?utm_source=ig_web_copy_link

জানা গিয়েছে, সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে ওই চিকিৎসকের গাড়ি । এদিকে, হাসপাতালে গলব্লাডার রোগীর অস্ত্রোপচার করার কথা ওই চিকিৎসকের । বেশি দেরি হলে রোগীর অসুস্থ হয়ে যেতে পারেন আরও । একথা ভেবে ওই যানজটের মাঝে গাড়ি ফেলে দৌড় শুরু করেন চিকিৎসক । ৩ কিমি দৌঁড়ানোর পর সময়মতো হাসপাতালে পৌঁছে যান চিকিৎসক ।

এক সংবাদসংস্থাকে তিনিজানিয়েছেন, তিনি সঠিক সময়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন । প্রবল বৃষ্টি ও জমা জলের জেরে রাস্তায় যানজট ছিল । সেসব কথা চিন্তা করেই দু'বার না ভেবে তিনি হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন । উল্লেখ্য, চিকিৎসক হিসাবে সুখ্যাতি রয়েছে নন্দকুমারের । প্রায় হাজারের বেশি সফল অস্ত্রোপচার করেছেন তিনি ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File