কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, গরম এর হাত থেকে কী রেহাই পাবে বঙ্গবাসী?
দার্জিলিং, কালিম্পং এ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে তাপমাত্রার কোন পরিবর্তন নেই অর্থাৎ যেমনটা রয়েছে, তেমনটাই থাকবে।
দক্ষিণ দিক থেকে আসা বাতাসের সঙ্গে থাকা আর্দ্রতার জেরে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস
দার্জিলিং, কালিম্পং এ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে তাপমাত্রার কোন পরিবর্তন নেই অর্থাৎ যেমনটা রয়েছে, তেমনটাই থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার তেমন কিছু পার্থক্য নেই। গরম যেমন ছিল তেমন থাকবে। তবে অতিরিক্ত আর্দ্রতা ঢোকার ফলে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এর সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। এর সঙ্গে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিন কয়েক আগে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও, সেটার খুব একটা প্রভাব পড়েনি বাংলা। অন্যদিকে, বেলা বাড়তেই বেড়েছে রোদের দাপট। আগামী কয়েকদিন ভ্যাপসা গরম আরও বাড়বে। আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- নিম্নচাপ
- বৃষ্টিপাত