স্বাস্থ্যএসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য–বৈঠকের আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অজানা জ্বরে রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর জেরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও কেন্দ্রের বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়েছেন তিনি। রাজ্য প্রশাসন ভোট নিয়েই ব্যস্ত কোনও কাজ করছেন না এমনি অভিযোগ ছিল তাঁর। শিশুদের কথা ভেবেই তাই বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে একটি বৈঠকের আয়োজন করেন। এই স্বাস্থ্য–বৈঠকের শেষে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম জানালেন ভাইরাসটি চিহ্নিত করা হয়েছে বলে।