ভারতের প্রথম সোলার ডোম চালু করা হল নিউটাউনে! তৈরী হয়েছে এক আশ্চর্য গম্বুজ

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

দূর থেকে দেখলে মনে হতে পারে গ্লাসহাউজ। কিন্তু আসলে এটি একটি সোলার তৈরী ডোম।


২.৮৯ একর জমির ওপর ৫৫ মিটার উঁচু এই সোলার গম্বুজের ব্যস ৪৬ মিটার। ডোমের বাইরের অংশটা পুরোটাই সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে মোড়া। 

এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সুইৎজারল্যান্ডের একটি নামী সংস্থার পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে এই সোলার ডোম। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই গম্বুজ তৈরির সিংহভাগ খরচ বহন করেছে। নগরয়োন্নন দফতরও আর্থিক সহায়তা করছে।

ডোমের বাইরে লাগানো সোলার প্যানেল থেকে ১৮০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি, লিফট সবকিছু চলবে সৌরবিদ্যুতের সাহায্যেই। 

ডোমের ভিতরে আট-ন'তলা বাড়ির উচ্চতা সমান গোলাকার গ্যালারি আছে। ইকো পার্কে ঘুরতে আসা সকল পর্যটক বিনামূল্যে এই গ্যালারিতে যেতে পারবেন এবং ইকোপার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File