BGBS 2025 Live Update | চাইলে আগামিকাল থেকেই কয়লা উত্তোলন শুরু হতে পারে দেউচা পাচামিতে!
![BGBS 2025 Live Update | চাইলে আগামিকাল থেকেই কয়লা উত্তোলন শুরু হতে পারে দেউচা পাচামিতে!](https://media.bengalbyte.in/images/vy3gqw2j/featured.webp)
বাংলার শিল্প আরও উন্নত করতে এবং বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হচ্ছে। এই সম্মেলনে অংশ নিয়েছেন ৪০ দেশের দুশোর বেশি প্রতিনিধি। রয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা। লক্ষ্য, বাংলার শিল্পক্ষেত্রে বিনিয়োগ।
৫ই ফেব্রুয়ারি, বিকেল ৪.২১: আগামী ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
৫ই ফেব্রুয়ারি, বিকেল ৪.১০: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বললেন, বাংলার শিল্পমহলে অনুঘটকের কাজ করতে চলেছে দেউচা পাচামি কয়লাখনি প্রকল্প। পরিকাঠামো তৈরি, চাইলে আগামিকাল থেকেই কয়লা উত্তোলন শুরু হতে পারে। জমিদাতাদের চাকরি দেওয়ার কাজও হবে।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ৩.৩৫: বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা আম্বানির। জোর দিলেন মোবাইল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্র। তৈরি হবে এআই ডেটা সেন্টার। জামদানি, মুর্শিদাবাদ, বিষ্ণুপুরী সিল্ককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি মুকেশ আম্বানির। কালীঘাট মন্দিরের সংস্কারের আর্থিক সাহায্য।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ৩.১৬: বাংলায় দ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ৩.০০: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বড় মঞ্চে ডাক পেয়ে অভিভূত বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক।
৫ই ফেব্রুয়ারি, ২.৪৫: পরিবেশবান্ধব শক্তি সহ একাধিক ক্ষেত্রে বাংলার সঙ্গে যৌথভাবে শিল্পবিকাশে কাজ করতে আগ্রহী ভুটান।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ২.৪০: বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে। হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার। তৈরি হবে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। গল্ফ টাউনশিপে বিনিয়োগের আশ্বাস।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ২.১৫: সম্মেলনের প্রথম বক্তা আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। বাংলার বিনিয়োগ-বান্ধব পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ তিনি। পাশাপাশি বললেন, ‘গ্লোবাল হাব ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ হবে কলকাতায়। গোটা বিশ্বতে রেকি করে বেছে নেওয়া হয় কলকাতাকে।'
৫ই ফেব্রুয়ারি, দুপুর ২.১০: মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো এবছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মঞ্চে হাজির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
৫ই ফেব্রুয়ারি, দুপুর ১.২২: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর ঠিক আগে শহরে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সকলকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
৫ই ফেব্রুয়ারি, বেলা ১১.৫৮: বাণিজ্য সম্মেলনে যোগ দিতে নিউটাউনের কনভেনশন সেন্টারে হাজির মুখ্যমন্ত্রী মমতা। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।