Adultery | বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের বৈধ বাবা হবেন স্বামীই! বড় রায় সুপ্রিম কোর্টের

Tuesday, February 4 2025, 5:10 am
highlightKey Highlights

বিবাহিত থাকাকালীন সময়ে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের বৈধ পিতা হবেন মহিলার স্বামীই!


বিবাহিত থাকাকালীন সময়ে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের বৈধ পিতা হবেন মহিলার স্বামীই! সম্প্রতি কেরালার একটি একটি কেসে এমনই রায় দিলো সুপ্রিম কোর্ট! পাশাপাশি শীর্ষ আদালত জানায়, এক্ষেত্রে স্বামী যদি সেই সন্তানের দায়িত্ব নিতে বা নিজের পিতৃত্ব অস্বীকার করেন তাহলে স্বামীকে প্রমাণ করতে হবে তার সঙ্গে স্ত্রীর কোনও 'কন্টাক্ট' বা যোগাযোগ নেই। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুসারে, সেই পুরুষকে প্রমাণ করতে হবে তাঁর স্ত্রীয়ের সঙ্গে তাঁর কোনও শারীরিক সম্পর্ক নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File