BPCL | এবার পরিবেশবান্ধব 'কুলিং সলিউশন' তৈরী করবে 'AI' সেন্টার! যৌথ উদ্যোগ নিলো রিফ্রয়েড টেকনোলজি এবং BPCL
Sunday, February 2 2025, 5:32 pm
Key Highlights
এবার AI নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণে বড় উদ্যোগ নিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। যেখানে উন্নত করা হচ্ছে ‘কুলিং সলিউশন’। পাশাপাশি এই অত্যাধুনিক প্রযুক্তি পরিবেশবান্ধবও বটে। এর ফলে অনেকটাই কমবে কার্বন নির্গমণ।
বাজেটে এবার AI ডাটা সেন্টার তৈরিতে অর্থ বিনিয়োগ করতে চলেছে ভারত। এরই মাঝে নতুন উদ্যোগ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের। রিফ্রয়েড টেকনোলজির সঙ্গে যৌথ উদ্যোগে এবার ‘নেক্সট জেনারেশন’ AI নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করতে চলেছেন BPCL। এই ডেটা সেন্টারে উন্নত করা হবে ‘কুলিং সলিউশন’। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সলিউশনটিকে পরিবেশবান্ধব করা হচ্ছে। ফলে কার্বন নির্গমণ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ফলে ডিজিটাল পরিকাঠামোয় বড়ো পরিবর্তন আসতে চলেছে দেশে।
- Related topics -
- দেশ
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- তথ্যপ্রযুক্তি কেন্দ্র
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স