Share Market | বাজেট পেশের পর সপ্তাহের প্রথম দিনে রেকর্ড পতন টাকার দামে! বেহাল দশা শেয়ার বাজারেও

Monday, February 3 2025, 7:09 am
highlightKey Highlights

২০২৫ এর কেন্দ্রীয় বাজেট পেশের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিনে রেকর্ড পতন হল টাকার দামে।


২০২৫ এর কেন্দ্রীয় বাজেট পেশের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিনে রেকর্ড পতন হল টাকার দামে। ডলারের নিরিখে একধাক্কায় ৬৭ পয়সা বেড়ে গেল টাকা। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময়ে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু বেলা বাড়তেই টাকার মূল্য আরও পড়ে ৮৭.২৯তে পৌঁছে যায়। অন্যদিকে ট্রাম্পের নানা নীতির ফলে শক্তিশালী হচ্ছে ডলার। সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের দাম ১.৩ শতাংশ বেড়ে গিয়েছে। বেহাল দশা শেয়ার বাজারেরও। সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ৭০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। ৩০০ পয়েন্ট পড়েছে নিফটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File