National Games | জাতীয় গেমসে জোড়া সোনা বাংলার ঝুলিতে, টেবিল টেনিসের সাফল্য পুরুষ মহিলা দুই বিভাগেই

টেবিল টেনিসের টিম ইভেন্টে জোড়া স্বর্ণপদক এল বাংলার ঝুলিতে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জিতল বাংলা।
জাতীয় গেমসে দু দুটি সোনা এলো বাংলায়। টেবিল টেনিসের টিম ইভেন্টে পুরুষ মহিলা দুই বিভাগেই স্বর্ণপদক এল বঙ্গে। দুই বিভাগেই বাংলার দল পরাজিত করলো মহারাষ্ট্র টিমকে। গ্রূপ পর্বে মহারাষ্টের কাছে হেরেছিল বাংলা দল। ফাইনালে তাঁর বদলা নিলো বাংলার ছেলেমেয়েরা। বাংলার মহিলা দল ফাইনালে মহারাষ্ট্রকে হারালো ৩:১ ব্যবধানে। বাংলার পুরুষ দল ফাইনালে মহারাষ্ট্রকে হারালো ৩:০ ব্যবধানে। গতবার একটুর জন্যে সোনা হাতছাড়া হয়েছিল মৌমা, সৌরভদের। এবার হাজারটা প্রতিকূলতাকে পেরিয়ে সোনা বাগালো তাঁরা।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- টেনিস
- স্বর্ণ পদক
- সোনা জয়ী
- জাতীয় ক্রীড়া
- ন্যাশনাল গেম