Indigo | "মর্নিং ফ্লাইটে ককপিটে চোখটা বুজে আসে"- ইন্ডিগো বিমান বিপর্যয়ে DGCAকে কাঠগড়ায় তুললো পাইলটরা
Wednesday, December 10 2025, 3:12 am
Key Highlights৩১ শতাংশ পাইলট স্বীকার করে নিয়েছিলেন, এ ভাবে মাঝ আকাশে বা টেক অফ অথবা ল্যান্ডিংয়ের সময়ে অনেক ছোটখাটো অনভিপ্রেত ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
২০২২এ ভারতে ‘সেফটি ম্যাটার্স ফাউন্ডেশন’ সংস্থার করা একটি সার্ভেতে পাইলটদের দুর্বিষহ রুটিনের কথা উঠে এসেছিল। সার্ভেতে ৭৩% পাইলট অভিযোগ করেন ক্লান্তির মূল কারণ মর্নিং ফ্লাইট, ৬৬% পাইলট জানান ঠিকঠাক ঘুম না হওয়ায় নিজের অজান্তেই ককপিটে লেগে যায় চোখ, ৩১% পাইলট স্বীকার করেন ক্লান্তির কারণে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরই নতুন ছুটির নিয়ম চালু করে DGCA। যার পরিনাম ভুগছে ইন্ডিগো। পাইলটদের বড় অংশের প্রশ্ন, পাইলটদের বেশি বিশ্রাম দিলে ইন্ডিগো এত ফ্লাইট চালাতে পারবে কিনা, তা আগে ডিজিসিএ দেখেনি কেন?

