Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪

Wednesday, December 10 2025, 5:48 am
Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪
highlightKey Highlights

এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি দামি ফেরারি গাড়ি (স্পোর্টস ভার্সন) রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে।


বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা ভিক্টোরিয়া মেমোরিয়াল রোডে। এদিন এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে কর্মরত দুই মহিলা সাফাইকর্মীকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। ধাক্কার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এঘটনায় দুই সাফাইকর্মী সহ গাড়িটির চালক এবং সওয়ারি (বাবা ও ছেলে) জখম হয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতিবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File