খেলাধুলা

Neeraj Chopra । আরও একবার সোনা জয় 'সোনার ছেলের'! প্যারিস অলিম্পিকের আগে নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ!

Neeraj Chopra । আরও একবার সোনা জয় 'সোনার ছেলের'! প্যারিস অলিম্পিকের আগে নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ!
Key Highlights

পাভো নুরমি গেমসে ৮৫.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জয় নিশ্চিত করেন তিনি। তাঁর তৃতীয় থ্রোতে এই দূরত্ব ছোড়েন নীরজ। তাঁর ধারে কাছে পৌঁছতে পারেননি ১৯ বছর বয়সী জার্মান‌ নবীন তারকা ম্যাক্স ডেহনিঙ্গ। আট জনের ফাইনালে তিনি সপ্তম স্থানে শেষ করেছেন। তাঁর সেরা থ্রো ছিল ৭৯.৮৪ মিটার। দ্বিতীয় স্থানে শেষ করেছেন টোনি কেরানেন। নীরজ এদিন তাঁর প্রথম থ্রোতে স্কোর করেন ৮৩.৬২ মিটার।

ফের দেশের নাম উজ্জ্বল করে শিরোনামে নীরজ চোপড়ার খবর (Neeraj Chopra News)। ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এদিন ৯০ মিটারের মার্ক থেকে অনেকটাই দূরে ছিলেন নীরজ। তাও সোনা জয় করলেন নীরজ। 

চলতি বছরে নীরজ তাঁর অভিযান শুরু করেছিলেন দোহা ডায়মন্ড লিগের মধ্যে দিয়ে। এই লিগে নীরজ চোপড়ার পদক (Neeraj Chopra Medal) তালিকায় যুক্ত হয় রূপো। তবে এদিন পাভো নুরমি গেমসে ৮৫.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জয় নিশ্চিত করেন নীরজ। তাঁর তৃতীয় থ্রোতে এই দূরত্ব ছোড়েন নীরজ। তাঁর ধারে কাছে পৌঁছতে পারেননি ১৯ বছর বয়সী জার্মান‌ নবীন তারকা ম্যাক্স ডেহনিঙ্গ। আট জনের ফাইনালে তিনি সপ্তম স্থানে শেষ করেছেন। তাঁর সেরা থ্রো ছিল ৭৯.৮৪ মিটার। দ্বিতীয় স্থানে শেষ করেছেন টোনি কেরানেন। তিনি ৮৪.১৯ মিটার দূরত্ব ছুড়েছেন এদিন। নীরজ এদিন তাঁর প্রথম থ্রোতে স্কোর করেন ৮৩.৬২ মিটার। উল্লেখ্য, এর আগে  ২০২২ সালে পাভো নুরমি গেমসেই রুপো জিতেছিলেন নীরজ। তবে ২ বছরে নিজেকে আরও উন্নত করে এবার এই প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের সোনার ছেলে।

নীরজ চোপড়ার খবর (Neeraj Chopra News) মানেই সোনা অথবা ভালো খবর। কয়েক মাস আগেই তিন বছর বাদে ভারতের মাটিতে প্রথম কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন নীরজ চোপড়া। ভুবনেশ্বরে ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমে সোনা জিতেছিলেন তিনি। সেই ধারা বজায় রেখেই পাভো নুরমি গেমসে সোনা জিতেছেন তিনি। এর দ্বারা নীরজকে নিয়ে প্যারিস অলিম্পিকে আশা আরও বাড়লো ভারতের। কয়েক দিন বাদেই শুরু হবে প্যারিস অলিম্পিক গেমস। তার আগেই নীরজ চোপড়ার পদক (Neeraj Chopra Medal) জয়ের খবর নিঃসন্দেহেই ভালো খবর। তাঁর এই পারফরম্যান্সের পরে প্যারিস অলিম্পিক গেমসে তাঁকে নিয়ে ভারতীয় সমর্থকদের আশা আরও বাড়ল।


R G Kar | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ জুনিয়র ডাক্তারদের, প্রায় ২ ঘন্টা ধরে চললো বৈঠক, ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর
R G Kar | সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় রহস্য, উত্তরে 'প্রতারণা'র আভাস পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা
Weather WB | অতি গভীর নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ কয়েক জেলায় ৩৫ কিমি বেগে উঠবে ঝড়
R G Kar | ওয়ার্কশপের নামে মর্গ থেকে দেহ ও দেহের অংশ বাইরে পাচার? ফের নেপথ্যে সন্দীপ ঘোষ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar