Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!

Monday, November 24 2025, 3:40 pm
highlightKey Highlights

বিয়ের দিন, রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


২৩ নভেম্বরে চার হাত এক হওয়ার আগে থেকেই জমজমাট ছিল বিশ্বকাপ জয়ী স্মৃতিদের বাড়ি। ভাইরাল হয় হলদি, মেহেন্দি, কনেপক্ষ বরপক্ষের ক্রিকেট ম্যাচের মুহূর্তের ছবি ভিডিও। কিন্তু এখন আর তা নেই। বিয়ের দিন, রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থগিত করা হয় বিয়ের অনুষ্ঠান। এদিকে সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশ মুছলকেও। এঅবস্থায় বিয়ের অনুষ্ঠানের এমনকি প্রোপোজালের ছবিও মুছে দিয়েছেন স্মৃতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File