Sealdah Flyover | শিয়ালদহ উড়ালপুলের মেরামতি হবে, বসানো হবে স্টিল প্লেট, দোকানগুলো সরবে কোথায়?
Sunday, November 23 2025, 3:57 am
Key Highlightsশিয়ালদহ উড়ালপুলের মেরামতির প্রস্তুতি শুরু করল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।
শিয়ালদহ উড়ালপুলের দীর্ঘ দিনের বৃষ্টির জল জমে ফুলে উঠেছে স্তম্ভের গঠন। কেএমডিএর এক কর্তা এদিন জানান, 'স্তম্ভই উড়ালপুলের ভার বহন করে। সেগুলো আরও শক্তপোক্ত করা জরুরি।' উড়ালপুলের মেরামতির প্রস্তুতি শুরু করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাচী সিনেমা থেকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রতিটি স্তম্ভকে মাটির তলা থেকে উপর পর্যন্ত কার্বন ফাইবার বা স্টিল প্লেট দিয়ে মোড়া হবে। কাজ শুরু হলে প্রথম দফায় অন্তত ৫০ থেকে ৬০টি স্টল অন্যত্র সরাতে হব, জানিয়েছে পৌরসভা।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- মাঝেরহাট ব্রিজ
- মা উড়ালপুল
- উড়ালপুল বন্ধ
- ফ্লাইওভার

