Aadhaar Card | ২ কোটি আধার কার্ড বাতিল করলো UIDAI! তালিকায় আপনার নাম নেই তো?

Wednesday, November 26 2025, 1:49 pm
highlightKey Highlights

২০১১ সালের পর থেকে গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে।


বুধবার কেন্দ্র জানিয়েছে, ২০১১ সালের পর থেকে গত ১১ বছরে প্রায় ২ কোটির বেশি আধার নম্বর বাতিল করেছে UIDAI। তবে কোনো জীবিত ব্যক্তি নয়, নিষ্ক্রিয় করা হয়েছে মৃতদের আধার নম্বর। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি হয়েছে। মৃত ব্যক্তির আধার কার্ডের অপব্যবহার যাতে না হয় সেই সমস্যা থেকে নিস্তার পেতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে তা জানাতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File