IPL 2024 | আইপিএল 2024 |আর ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না 'থালা'কে! IPL ২০২৪ এর প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই দলের অধিনায়কত্ব ছাড়লেন মাহি!

Thursday, April 4 2024, 10:52 am
highlightKey Highlights

আইপিএল 2024 এর প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি থেকে অবসর নিলেন 'মাহি'।বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল এবারের টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি আর হলুদ ব্রিগেডকে নেতৃত্ব দেবেন না।


২০১৯ সালের ১৫ই অগাস্ট দিনটি ভারতীয় ক্রিকেটারদের কাছে যেন আজও বেদনাদায়ক। সেদিন একটি শব্দবন্ধনী হঠাৎ করে বিষাদের সুর তুলে দিয়েছিল। দেশের হয়ে খেলা থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এবার আইপিএল ২০২৪ এর প্রথম ম্যাচ (ipl 2024 first match) শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি থেকেও অবসর নিলেন 'মাহি'! বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল এবারের টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি আর হলুদ ব্রিগেডকে নেতৃত্ব দেবেন না। তার বদলে দলের নয়া ক্যাপ্টেনকে বেছে নিয়েছেন খোদ ধোনিই।

আইপিএল ২০২৪ এর প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি থেকে অবসর নিলেন 'মাহি'
আইপিএল ২০২৪ এর প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি থেকে অবসর নিলেন 'মাহি'

আগামীকাল অর্থাৎ ২২সে মার্চ, শুক্রবার শুরু হওয়ার কথা আইপিএলের ১৭তম সংস্করণ। আইপিএল ২০২৪ এর প্রথম ম্যাচ (ipl 2024 first match)এ মুখোমুখি হওয়ার কথা চেন্নাই ও বেঙ্গালুরুর। তবে তার আগেই বড় ধাক্কা খেলেন চেন্নাই সুপার কিংস দলের সমর্থকরা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল এবারের টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি আর হলুদ ব্রিগেডকে নেতৃত্ব দেবেন না। তাঁর বদলে দলের নয়া অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে (Rituraj Gaikwad)।  এ দিন চেন্নাইয়ে অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।উল্লেখ্য, এই ব্যাপারে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে অবশেষে সেই জল্পনাতেই এবার সিলমোহর দেওয়া হল।

Trending Updates

আইপিএলে যে ধোনি আর বেশি দিন অধিনায়কত্ব করতে চান না, এটা অনেক দিন আগে থেকেই বোঝা গিয়েছিল। ফলে কারা তাঁর উত্তরসূরি হতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। সেখানে সবার আগে ছিল রুতুরাজের নাম। ২৭ বছর বয়সি রুতুরাজ দীর্ঘ দিন অধিনায়কত্ব করতে পারবেন। তার উপরে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাঁকেই এগিয়ে রাখা হচ্ছিল। এশিয়ান গেমসে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত রুতুরাজকেই বেছে নেওয়া হল আইপিএলের প্রথম ম্যাচ অর্থাৎ আরসিবি বনাম সিএসকে (RCB vs CSK) ম্যাচের জন্য।

এর আগেও এক বার চেন্নাইয়ের অধিনায়ক বদল করা হয়েছিল। ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এ ভাবেই রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল। তখনও ধোনি নিজেই তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। জাডেজার অধীনে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে আবার দায়িত্বে ফেরেন ধোনি। কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। চেন্নাই পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করে। কিন্তু গত বছর আবার পুরনো মেজাজে দেখা যায় চেন্নাইকে। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে এবং গুজরাত টাইটান্সকে তাদেরই মাঠে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয়। গত আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর চোখের জলে ভেসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। গত মরশুমেও চেন্নাই সুপার কিংস ধোনির নেতৃত্বেই গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল খেতাব জয় করে। যদিও সেইসময় ধোনি অবসরের জল্পনা খারিজ করে জানিয়েছিলেন যে পরের মরশুম অর্থাৎ ২০২৪ আইপিএল টুর্নামেন্টও খেলতে চান তিনি। কিন্তু, এই মরশুম শুরু হওয়ার কয়েকঘণ্টা আগেই অধিনায়কের পদ থেকে সরে এলেন তিনি।

মাহির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে
মাহির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আইপিএল ২০২৪ এর সময়সূচী (ipl 2024 schedule) অনুযায়ী, আগামী ২২ সে মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে আরসিবি বনাম সিএসকে (RCB vs CSK) এর মধ্যে। অনেকেই মনে করেছিলেন, এই ম্যাচে ধোনি হয়ত টস করতে আসবেন। কিন্তু, সমর্থকদের সেই আশা আর পূরণ হবে না বলেই মনে করা হচ্ছে।

আইপিএল ২০২৪ এর সময়সূচী । IPL 2024 schedule :

  • ২২-০৩-২৪

 চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাত ৮টা, চেন্নাই

  •  ২৩-০৩-২৪

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, বিকেল ৩.৩০, মোহালি

 কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধ্যা ৭.৩০, কলকাতা

  • ২৪-০৩-২৪

রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস, বিকেল ৩.৩০, জয়পুর

 গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০, আমেদাবাদ

  • ২৫-০৩-২৪

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু

  • ২৬-০৩-২৪

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স, সন্ধ্যা ৭.৩০, চেন্নাই

  • ২৭-০৩-২৪

 সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০, হয়দরাবাদ

  • ২৮-০৩-২৪

 রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধ্যা ৭.৩০, জয়পুর

  • ২৯-০৩-২৪

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু

  • ৩০-০৩-২৪

 লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০, লখনউ

  • ৩১-০৩-২৪

 গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, বিকেল ৩.৩০, আমেদাবাদ

 দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস, সন্ধ্যা ৭.৩০, ভাইজ্যাগ

  • ০১-০৪-২৪

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, সন্ধ্যা ৭.৩০, মুম্বই

  • ০২-০৪-২৪

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু

  • ০৩-০৪-২৪

 দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, সন্ধ্যা ৭.৩০, ভাইজ্যাগ

  • ০৪-০৪-২৪

গুজরাট টাইটান্স বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০, আমেদাবাদ

  • ০৫-০৪-২৪

 সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, সন্ধ্যা ৭.৩০, হায়দরাবাদ

  • ০৬-০৪-২৪

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সন্ধ্যা ৭.৩০, জয়পুর

  • ০৭-০৪-২৪

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, বিকেল ৩.৩০, মুম্বই

 লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স, সন্ধ্যা ৭.৩০, লখনউ

 প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে
 প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে

 উল্লেখ্য, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সে কারণে ম্যাচ শুরু হবে রাত আটটায়। এরপর রাতের ম্যাচ সবই ৭.৩০ থেকে। ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচ শুরু বিকেল ৩.৩০ থেকে। এই সময়ে দেশে সাধারণ নির্বাচন থাকার কারণে প্রথম পর্বে দু-সপ্তাহের জন্য সূচি ঘোষণা করেছে বোর্ড। এর মধ্যে তিন দিন ডাবল হেডার রয়েছে। প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় খুব তাড়াতাড়িই হয়তো আইপিএলের বাকি সূচিও ঘোষণা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File