BCCI | চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা পুরস্কার দেবে BCCI! কারা কারা পাবেন পুরস্কারের ভাগ?

Thursday, March 20 2025, 7:21 am
BCCI | চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে  ৫৮ কোটি টাকা পুরস্কার দেবে BCCI! কারা কারা পাবেন পুরস্কারের ভাগ?
highlightKey Highlights

পর পর দুটি ICC ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার সেই জয়ের পুরস্কার দিলো BCCI।


পর পর দুটি ICC ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার সেই জয়ের পুরস্কার দিলো BCCI। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের ৫৮ কোটি টাকা উপহার হিসাবে দেবে বোর্ড। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে BCCI জানিয়েছে, টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, সেই সঙ্গে কোচ গৌতম গম্ভীর, তাঁর কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকী অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ সেটা আলাদা করে BCCIর বিবৃতিতে বলা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File