ফের কোভিড আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

Monday, March 14 2022, 7:01 am
highlightKey Highlights

করোনার টিকা নেওয়া ছিল সস্ত্রীক বারাক ওবামার। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই। এরপরেও করোনায় আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, কিন্তু স্ত্রী মিশেল নেগেটিভ।


গতকাল (১৩ই মার্চ, ২০২২) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। সামান্য গলা খুশখুশ রয়েছে তবে আপাতত তিনি ঠিকই আছেন।

স্বস্ত্রীক বারাক ওবামা
স্বস্ত্রীক বারাক ওবামা

প্রসঙ্গত উল্লেখ্য, বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা — দু’জনেরই করোনা ভাইরাসের টিকা নেওয়া ছিল। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই। তবে করোনা আক্রান্ত হলেও ওবামা টুইটারে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী কৃতজ্ঞ যে তাঁদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়ে গিয়েছিল।

স্ব-পরিবারে বারাক ওবামা
স্ব-পরিবারে বারাক ওবামা

তাঁর চিকিৎসকরাও জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তাঁর কোনো বিশেষ উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বারাক করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রী মিশেল সংক্রমিত হননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File