পরিবহন

ব্যান্ডেল স্টেশনে দুটো-একটা ট্রেন ঢুকছে, ‘বিফোর টাইমে’ কাজ শেষ হয়েছে, দাবি রেল কর্তৃপক্ষের

ব্যান্ডেল স্টেশনে দুটো-একটা ট্রেন ঢুকছে, ‘বিফোর টাইমে’ কাজ শেষ হয়েছে, দাবি রেল কর্তৃপক্ষের
Key Highlights

ব্যান্ডেল স্টেশনে ঢুকেছে ট্রেন! নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় পুনরায় রেল চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

ব্যান্ডেল স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে, এমনটাই দাবি করেন রেল কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বর্ধমান থেকে হাওড়াগামী কয়েকটি ট্রেন ব্যান্ডেল হয়ে যেতে দেখা গিয়েছে। তবে এখনই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক বলতে নারাজ রেল কর্তৃপক্ষ।

গত ২৭শে মে থেকে ৩০শে মে বিকেল ৩টে পর্যন্ত ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সেই নির্ধারিত সময়ের আগেই ব্যান্ডেল জংশন হয়ে ট্রেন চলাচল করতে দেখা গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এপ্রসঙ্গে বলেন, ‘‘রাত ১টা ২০ নাগাদ ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষামূলক ভাবে প্রথম ট্রেন ব্যান্ডেলে ঢোকে। এর পর রেলওয়ে সেফটি কমিশনার ছাড়পত্র দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’’

সোমবার নিত্যযাত্রীদের ভোগান্তির অন্য একটি ছবিও নজরে এসেছে। বহু যাত্রীকেই ট্রেন ধরার জন্য রেললাইন ধরে চুঁচুড়া অভিমুখে হাঁটতে দেখা যায়। সোমবার অবশ্য ব্যান্ডেল স্টেশন হয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচলের খবরে খুশি তাঁরা।


SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Suri | আদিবাসী প্রৌঢ়াকে জঙ্গলের মধ্যে গণধর্ষণ, থেঁতলে দেওয়া হলো মুখ! আতঙ্ক সিউড়িতে
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
BLO-SIR | এসআইআর-এর নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা, প্রশিক্ষণ শিবিরেই বিক্ষোভ BLO-দের
Weather Update | শীতের আমেজে মজছে শহর কলকাতা, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Breaking News | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?