দেশ

Amarnath Yatra | অমরনাথের যাত্রাপথে আর উড়বেনা বেলুন-ড্রোন-কপ্টার! ‘নো-ফ্লাইং জ়োন’ ঘোষণা জম্মু কাশ্মীর সরকারের

Amarnath Yatra | অমরনাথের যাত্রাপথে আর উড়বেনা বেলুন-ড্রোন-কপ্টার! ‘নো-ফ্লাইং জ়োন’ ঘোষণা জম্মু কাশ্মীর সরকারের
Key Highlights

আগামী মাসেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগেই অমরনাথ যাত্রাপথকে ‘নো-ফ্লাইং জ়োন’ হিসেবে ঘোষণা করল জম্মু-কাশ্মীরের প্রশাসন।

পহেলগাঁও হামলার পর থেকেই তৎপর জম্মু কাশ্মীর প্রশাসন। চলতি বছর ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার সময়ে বাড়তি নজরদারি এবং নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে প্রশাসন। মঙ্গলবার অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাইং জ়োন’ হিসেবে ঘোষণা করল জম্মু কাশ্মীরের প্রশাসন। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার সময়ে বেলুন,ড্রোন সহ কিছুই ওড়ানো যাবে না। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই বিজ্ঞপ্তি জারি করেছেন। উল্লেখ্য, অমরনাথ যাত্রা বালতাল টু সোনমার্গ হয়ে এবং পহেলগাঁও হয়ে করা হয়।