Ayodhya Ram Mandir | রাম মন্দিরের উদ্বোধন দেখা যাবে PVR INOX-এ! সঙ্গে ফ্রি পপকর্ন! উদ্বোধনের পরই রামলালার দর্শনের জন্য হাওড়া থেকে ছাড়বে বিশেষ ট্রেন!

Sunday, January 21 2024, 1:59 pm
highlightKey Highlights

রাম মন্দির উদ্বোধনের তারিখ পিভিআর-আইনক্সে দেখানো হবে উদ্বোধন অনুষ্ঠান। রামলালার দর্শনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে কেন্দ্র।


রাত পোহালেই রাম মন্দির উদ্বোধন! অতি অপেক্ষার দিন অসংখ্য ভারতবাসীর কাছে। এদিন অবশেষে খুলে যাবে অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir)এর দরজা। নিজ জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ram Mandir Opening Date) অর্থাৎ ২২সে জানুয়ারির বহু আগের থেকেই নানানভাবে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার, অযোধ্যা প্রশাসন ও রামভক্তরা। ইতিমধ্যেই বেশ কিছুদিন আগের থেকেই অযোধ্যায় ভিড় করেছেন অসংখ্য ভক্তরা। নতুনভাবে সংস্করণ করা হয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশন (Ayodhya Railway Station) এর। ২২ তারিখের জন্য চালানো হবে একাধিক বিশেষ রেলও। তবে ২২ তারিখ না হলেও, মন্দির উদ্বোধনের পর অনেকেই অন্তত একবার রামলালার দর্শন করতে চান। আর তাদের জন্যই রাম মন্দির রেলওয়ে স্টেশন (Ram Mandir Railway Station) পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গের রামভক্তদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের ব্যবস্থা করছে রেল। ২৯ সে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে শুরু হবে ‘আস্থা স্পেশ্যাল’ ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশে শত শত আস্থা স্পেশ্যাল ট্রেন চলবে। তার মধ্যে ২৯ সে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে রাম মন্দির রেলওয়ে স্টেশন (Ram Mandir Railway Station) বা অযোধ্যা রেলওয়ে স্টেশন (Ayodhya Railway Station)প্রথম ট্রেন ছাড়বে। ৫টা ট্রেন আপাতত যাবে ৫ দিন। জানা গিয়েছে, সারা দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান। তবে এত লোক একসঙ্গে গেলে ছোট্ট শহর অযোধ্যায় অব্যবস্থা তৈরি হবে। তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন।

Trending Updates

এই পরিষেবার জন্য প্রথমে টাকা জমা দিয়ে টিকিট কাটতে হবে। এরপর ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব ওখানকার আয়োজকদের। এমনকি ওখানে বাংলাভাষী ভলান্টিয়ার থাকবে বলেও জানা গিয়েছে। খাওয়া, থাকা, যাতায়াত সব ব্যবস্থা হবে। সারা ভারতবর্ষকে চারটে জ়োনে ভাগ করে আলাদা আলাদা রংয়ের পরিচয়পত্র দেওয়া হবে।

অন্যদিকে, যারা রাম মন্দিরে না গেলেও মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখতে চান তাদের জন্যও করা হচ্ছে বিশেষ ব্যবস্থা। একাধিক টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে তা আগেই জানানো হয়েছিল। এবার রাম মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার হবে এবার পিভিআর (PVR) আইনক্স (INOX)-এর পেক্ষাগৃহগুলিতে। পিভিআর ও আইনক্সের তরফ থেকে জানানো হয়েছে, রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ram Mandir Opening Date) অর্থাৎ ২২সে জানুয়ারি দেশজুড়ে ৭০-এর বেশি শহরে ১৬০টি সিনেমা হলে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে।

পিভিআর ও আইনক্স অ্যাপ বা ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) এর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখার টিকিট কাটা যাবে। টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা।  জানা গিয়েছে, প্রতিটি টিকিটের সঙ্গে বিনামূল্যে পপকর্নও মিলবে।  তবে শর্তাবলী প্রযোজ্য থাকবে। ক্রিনিং হবে সকাল ১১টা থেকে বিকেল দুপুর ১টা পর্যন্ত।সর্বসাধারণে মধ্যে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখার আগ্রহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File