Recruitment Scam | নিয়োগ দুর্নীতি কেসে জামিন পেলেন অয়ন শীল, তবু থাকতে হবে জেলে!
Friday, March 7 2025, 4:57 pm

নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। এবার জামিন পেলেন অয়ন শীল।
আগেই জামিন পেয়েছে পেয়েছেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষরা। জামিন পেয়েছেন ‘কালীঘাটের কাকু’। হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলো আরও এক অভিযুক্ত অয়ন শীল। ১ লক্ষ টাকার দুটি সিওরিটি (৫০ হাজার টাকা করে)বন্ডের বদলে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার কারণে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেননা তিনি। গত বছরের অক্টোবর মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- প্রাথমিক শিক্ষক নিয়োগ
- নিয়োগ
- ভুয়ো শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগ
- জামিন
- সিবিআই আদালত
- সিবিআই
- সিবিআই ডিরেক্টর