কোভিড টিকা নেওয়া না থাকলে অস্ট্রিয়া বাসীদের জন্য সম্পূর্ণ লকডাউন!
ফের করোনার প্রকোপ বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে, তাই এই পরিস্থিতিতে সংক্রমণ আটকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ।
করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালু করা হল অস্ট্রিয়ায়
করোনা ভাইরাসের ঢেউ ফের আছড়ে পড়েছে ইউরোপে। বর্তমানে করোনা পরিস্থিতি এখন আরও উদ্বেগজনক পশ্চিম ইউরোপে। পুরোদমে টিকাকরণ চললেও অন্যদিকে দ্রুত গতিতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। তাই সবদিক বিবেচনা করে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালু করা হচ্ছে অস্ট্রিয়াতে। ১৫ লাখ মানুষ বসবাসকারী এই দেশে সম্প্রতি সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১১ হাজার ৯৭৫ জন এবং দুর্ভাগ্যজনকভাবে টিকাদানের হারও সে দেশে সবচেয়ে কম।
ভ্যাকসিন না নিলে মানতে হবে লকডাউন
অস্ট্রিয়াতে যাঁরা ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে কোন বিধিনিষেধ থাকছে না; অর্থাৎ তাঁরা রেস্তোরাঁয় যেতে পারবেন, থাকতে পারবেন হোটেলে এবং অন্যান্য ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা পাবেন। তবে এখনও যাঁরা ভ্যাকসিনের একটিও ডোজ নেননি, তাঁদের থাকতে হবে বাড়িতেই এবং মানতে হবে সমস্ত বিধিনিষেধ। তবে নিজেদের কর্মস্থলে যাওয়া বা খাবার কিনতে বের হওয়া ও শরীরচর্চার ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে। কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন এ ধরনের বিধিনিষেধ বাস্তবায়ন করা বেশ কঠিন হয়ে পড়বে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়া
- লকডাউন
- কোভিড ১৯
- করোনা ভ্যাকসিন