Naihati Local | নৈহাটি লোকালে আগুন! শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওভারহেড তার থেকে অগ্নিকান্ড!
Wednesday, February 12 2025, 6:32 am
![highlight](/img/target.png)
ভোর ৪টে ১০ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু হঠাৎ সেখানে আগুন লক্ষ্য করেন রেলকর্মীরা।
নৈহাটি লোকালে আগুন! বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালের ওভারহেড তার থেকে আগুন লাগে বলে খবর। পূর্ব রেল সূত্রে খবর, ভোর ৪টে ১০ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু হঠাৎ সেখানে আগুন লক্ষ্য করেন রেলকর্মীরা। প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। ট্রেনে আগুন দেখে স্বাভাবিকভাবেই হইচই পরে যায়। এরপর বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।