খেলাধুলা

এটিকে মোহনবাগান আইএস জয়ের সরণিতে ফিরলো , হায়দরাবাদ এফসি হুগোর গোলে পরাস্ত

এটিকে মোহনবাগান আইএস জয়ের সরণিতে ফিরলো , হায়দরাবাদ এফসি হুগোর গোলে পরাস্ত
Key Highlights

আইএসএলে জয়ের সরণিতে ফিরল এটিকে মোহনবাগান। রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারালো সবুজ মেরুন।

আশিক কুরুনিয়ানের অ্যাসিস্টে ম্যাচের জয়সূচক গোলটি করেন হুগো বুমো। কেরালা ব্লাস্টার্সের কাছে হায়দরাবাদের হারের সুযোগে মুম্বাই এখন পয়েন্ট তালিকার এক নম্বরে। যদিও ঘরের মাঠে কেরালার কাছে পরাস্ত হওয়ার পর আজ অ্যাওয়ে ম্যাচে এটিকে মোহনবাগানের কাছেও হেরে গেল হায়দরাবাদ। পারস্পরিক দ্বৈরথের নিরিখে এই ম্য়াচে এগিয়ে থেকেই শুরু করে এটিকে মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির চলতি আইএসএলে অপরাজেয় থাকার নজির আগের ম্যাচে থামিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি। আজও জয় অধরা থাকায় ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল হায়দরাবাদ এফসি।

প্রথমার্ধে খেলা একপেশেই হয়েছে। হায়দরাবাদ এফসি একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ১১ মিনিটে লিস্টন কোলাসোর ক্রস থেকে করা বুমোর গোলের সৌজন্য প্রথমার্ধেই এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। হায়দরাবাদের বার্থেলোমিউ ওগবেচে প্রথমার্ধে কিছুটা চেষ্টা করলেও বল জালে জড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুনের ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকেন কোলাসো, কিয়ান নাসিরি গিরির মতো ফুটবলাররা। কিন্তু গোলমুখ আর খুলতে পারেনি এটিকে মোহনবাগান।

দুই অর্ধ মিলিয়ে বাগানের গোলরক্ষককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি নিজামের শহর। শেষ লগ্নে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় গতবারের চ্যাম্পিয়নরা। যার জেরে টানা ২টি ম্যাচে হারতে হলো তাদের। হায়দরাবাদের গোলকিপার গুরমীত সিং কয়েকটি ভালো সেভ করেন। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন এটিকে মোহনবাগানের শুভাশিস বোস। আগামী শনিবার বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে সবুজ মেরুনের। তার আগে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ এফসি। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে এটিকে মোহনবাগান উঠে এলো পয়েন্ট তালিকার চারে। মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি ও ওডিশা এফসির পরেই। এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-০ গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়াকে। চলতি আইএসএলে এটি বেঙ্গালুরু এফসির দ্বিতীয় জয়। ম্যাচের ২৭ ও ৫৭ মিনিটে দুটি গোলই করেন জাভা হারান্দেজ। বল দখলের লড়াইয়ের শতকরা নিরিখে এফসি গোয়া ৭২-২৮ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু কাজের কাজটা করতে পারেনি। মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলে ফেলে বেঙ্গালুরু এফসি। আইএসএলে এটি তাদের ৫০তম জয়।



Satyajit Ray | প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র তৈরী করা থেকে 'পথের পাঁচালী'র জন্য জীবন বীমা বিক্রি! রইলো সত্যজিৎ রায় সম্পর্কিত কিছু অজানা তথ্য!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য