সেলিব্রিটি

কবে চারহাত এক হচ্ছে আথিয়া শেট্টি ও কেএল রাহুলের?‌ সামনে এল দিনক্ষণ

কবে চারহাত এক হচ্ছে আথিয়া শেট্টি ও কেএল রাহুলের?‌ সামনে এল দিনক্ষণ
Key Highlights

বলিউড ও ক্রিকেট জগতে সবচেয়ে চর্চিত বিষয় এখন এককটাই কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে। এই নিয়েই এখন জল্পনা-কল্পনা তুঙ্গে।

বিগত বেশ কয়েক বছর ধরে বলিউডের এই রূপসী অভিনেত্রীর সঙ্গে ডেট করছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। ২০২১ সালে এই জুটি তাদের সম্পর্কের কথা জনসম্মুখে প্রকাশ করেন। যদিও তাদের সম্পর্কের মান্যতা দিতে বেশ কয়েক বছর লাগিয়েছিলেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। তবে সম্পর্কের মান্যতা দিলেও কবে সাত পাকে বাঁধা পড়বেন সে বিষয়ে মুখ খোলেননি কেউই।

২০২৩ সালের জানুয়ারি মাসেই বসতে চলেছে কেএল রাহুল ও আথিয়া শেট্টি বিয়ের আসর, তবে বিবাহের তারিখ এখনও ঘোষণা করা হয়নি

যদিও বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জোর কদমে। জানা গিয়েছে, আথিয়ার বাবা তথা অভিনেতা সুনীল শেট্টির খান্ডালার বাংলোতে এই বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে উল্লেখ্য, বেশ কয়েকদিন হল টি২০ ওয়ার্ল্ড কাপ খেলার পর মুম্বইতে ফিরেছেন কেএল রাহুল।

জানা গিয়েছে যে আথিয়া ও রাহুল দু'‌জনেই শহরের পাঁচতারা হোটেলে বিয়ে করার সিদ্ধান্তকে বাতিল করেছে এবং তার বদলে সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ খুবই ব্যক্তিগত পরিসরে এই বিয়ের অনুষ্ঠান হবে। খ্যাতনামা ওয়েডিং প্ল্যানার পুরো বিষয়টির তদারকি করছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী কেএল রাহুল ও আথিয়া শেট্টি ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে করতে চলেছেন।

কেএল রাহুলের খুব ঘনিষ্ঠ এক সূত্র মারফৎ জানা গিয়েছে, '‌জানুয়ারিতে কেএল রাহুল ও আথিয়া বিয়ে করবেন। তাঁরা সম্প্রতি খান্ডালার বাংলো পরিদর্শনে গিয়েছিলেন। তবে কোন তারিখে এই বিয়ে হতে চলেছে তা এখনও অজানা। দুই পরিবারের পরম্পরা মেনেই এই বিয়ে হবে।' খুব শীঘ্রই বহু বর ও বউ তাঁদের বিয়ের পোশাক চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে। ‌সুনীল শেট্টি আগেই জানিয়েছিলেন যে দুজনে তাদের পেশাগত দায়িত্ব পালনের পরই বিয়ে করবেন।


SIR | রাত পোহালেই প্রকাশ খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম আছে কি না?
SIR | সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ায় না, খসড়া তালিকা প্রকাশের আগে সরব নির্বাচন কমিশন
Bangladesh | 'ভারতে বসে উস্কানি দিচ্ছে হাসিনা?'- বাংলাদেশের দাবি ফুৎকারে ওড়ালো নয়াদিল্লি
Messi in Mumbai | মুম্বাইয়ে মেসির পাশে ‘মাস্টার ব্লাস্টার’-‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’, শচীনকে কী দিলেন LM10?
Australia Mass Shooting | সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, মৃত ১২, আহত অন্ততঃ ২৯!
Lionel Messi | VIP-দের ভিড়ে ঢাকা পড়লেন মেসি, ক্ষুদ্ধ সাধারণ মানুষ, "দর্শকদের টাকা ফেরানো হবে"-মুচলেকা উদ্যোক্তার
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo