Emiliano Martinez in Kolkata | কলকাতায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ! এমির সঙ্গে দেখা করতে পারেন আপনিও!

Thursday, June 22 2023, 3:19 pm
highlightKey Highlights

৪ জুলাই মিলন মেলা প্রাঙ্গনে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। এমিকে সরাসরি দেখার জন্য ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিট। রয়েছে এমির সঙ্গে মধ্যাহ্নভোজ করার সুযোগও|


ফুটবল প্রেমীদের জন্য সুখবর। হাতে গোনা কয়েক দিন পরেই কলকাতায় (Kolkata) আসছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। পূর্বত খবর অনুযায়ী, জুন মাসে মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) আসার কথা ছিল ডিবুর। তবে ভক্তদের জন্য জুলাই মাসের প্রথম দিকেই মিলন মেলা (Milan Mela) প্রাঙ্গনে আসবেন এমিলিয়ানো।

কলকাতায়  আসছেন এমিলিয়ানো মার্টিনেজ
কলকাতায়  আসছেন এমিলিয়ানো মার্টিনেজ

জুলাই মাসের ৪ তারিখে মোহনবাগান মাঠ ছাড়াও মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী (Argentina's World Cup) ফুটবলার। সেদিন  ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের (Shatadru Dutta) উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হবে মেলা প্রাঙ্গনে। যেখানে সংবর্ধনা দেওয়া হবে এলএম টেনের সতীর্থকে। এরপর একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। এই আলোচনা পর্বের নাম দেওয়া হয়েছে 'তাহাদের কথা'। সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্য কাহিনি জানাবেন মেসিদের দলের গোলরক্ষক। জানা গিয়েছে ৪ জুলাই বেলা  ১২টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।

৪  জুলাই মোহনবাগান মাঠ ছাড়াও মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার
৪  জুলাই মোহনবাগান মাঠ ছাড়াও মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

মিলন মেলা প্রাঙ্গনের অনুষ্ঠানে থাকবেন  ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তারাও। মার্টিনেজকে সংবর্ধনা দেবেন তাঁরা। তার পর দুপুর বা বিকালের দিকে মোহনবাগান তাঁবুতে যাওয়ার কথা রয়েছে এমির। জানা গিয়েছে, প্রথমে তাঁবুতে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। এরপর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। যাদের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্তিনেস। এছাড়াও মোহনবাগানে ক্লাবে পেলে (Pele), দিয়েগো মারাদোনা (Diego Maradona) এবং গ্যারি সোবার্সের (Gary Sobers) নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেস। এরপর এদিন মোহনবাগান মাঠে আয়োজন করা হয়েছে 'ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে'র (Friendship Cup Match)। যা পুরোটাই দেখবেন ডিবু।

  মোহনবাগান মাঠে আয়োজন করা  'ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে'র পুরোটাই দেখবেন এমিলিয়ানো
  মোহনবাগান মাঠে আয়োজন করা  'ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে'র পুরোটাই দেখবেন এমিলিয়ানো

তবে এদিন মিলন মেলা প্রাঙ্গনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমিলিয়ানো মার্টিনেজকে সরাসরি চাক্ষুস দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষও। যার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে টিকিটের। যাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে চান  তাঁদের জন্য পেটিএমে (Paytm) করা হয়েছে টিকিটের বিশেষ ব্যবস্থা। এমির দর্শন পাওয়ার জন্য ১৯৯ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্য পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে এই টিকিটগুলি। জুলাইয়ের ৪ তারিখে এমিকে সরাসরি দেখতে হলে জেনে নিন কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে কত দামে।

এমিলিয়ানো মার্টিনেজকে সরাসরি চাক্ষুস দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষও
এমিলিয়ানো মার্টিনেজকে সরাসরি চাক্ষুস দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষও

এমি মার্টিনেজের সঙ্গে 'তাহাদের কথা' অনুষ্ঠানের  টিকিটের দাম । Ticket Prices for 'Tahader Katha' with EMI Martinez :

৪ জুলাই বেলা ১২টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। এদিন এমিকে দেখতে পাওয়ার জন্য ৬টি ভাগে ভাগ করা হয়েছে টিকিট। যা কিনতে পাওয়া যাবে পেটিএম ইনসাইডারে (PayTM Insider)। দেখে নিন কোন বিভাগে কত টাকায় পাওয়া যাচ্ছে এমি দর্শনের টিকিট।

পেটিএম ইনসাইডারে ৬টি ভাগে ভাগ করা হয়েছে টিকিট
পেটিএম ইনসাইডারে ৬টি ভাগে ভাগ করা হয়েছে টিকিট
  • ১) ব্রোঞ্জ সুপার লাইট । Bronze Super Lite : এই বিভাগে প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ১৯৯ টাকা। এদিনের অনুষ্ঠানে এটাই সর্বনিম্ন মূল্যের টিকিট।
  • ২) ব্রোঞ্জ লাইট । Bronze Lite : এই বিভাগের প্রতি টিকিটের মূল্য ৪৯৯ টাকা।
  • ৩) গোল্ড । Gold : এই বিভাগের প্রত্যেক টিকিটের মূল্য ৪০০০ টাকা। অনুষ্ঠান দেখার সুযোগ পাওয়ার সঙ্গে যিনি এই টিকিট কাটবেন তিনি পেয়ে যাবেন মধ্যাহ্নভোজ। সঙ্গে থাকবে ডিবুর অটোগ্রাফ করা জার্সিও।
  • ৪) সুপার গোল্ড । Super Gold :  এই বিভাগে প্রতিটি  টিকিটের মূল্য ২৫ হাজার টাকা। এই টিকিট যারা কাটবেন তারা মধ্যাহ্নভোজের সঙ্গে পেয়ে যাবেন এমির সই করা জার্সি এবং তাঁর সঙ্গে দেখা করার সুযোগও।
  • ৫) প্ল্যাটিনাম লাইট । Platinum Lite : এই বিভাগের প্রতিটি টিকিটের দাম ৬০ হাজার টাকা। দু’জন দর্শক গ্র্যান্ড এন্ট্রি করতে পারবেন। সঙ্গে থাকছে মধ্যাহ্নভোজ, ডিবুর সই করা জার্সি এবং ডিবুর সঙ্গে দেখা করার সুযোগ ছাড়াও তার সঙ্গে ছবি তোলার ব্যবস্থাও।
  • ৬) প্ল্যাটিনাম । Platinum :  এদিনের অনুষ্ঠানের সব থেকে মূল্যবান টিকিট হলো প্ল্যাটিনাম টিকিট। এই বিভাগের একটি টিকিটের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। যারা এই বিভাগের টিকিট কাটবেন তারা পেয়ে যাবেন ডিবুর সই করা বিশেষ জার্সি, মার্টিনেজের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর ছবি তোলার সুযোগ এমনকি তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজ করার সুযোগও।

মার্টিনেজ দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও
মার্টিনেজ দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও

প্রসঙ্গত, কলকাতায় আসার কথা এর আগেই টুইট (Tweet) করে জানিয়েছিলেন মার্টিনেজ। তিনি জানান, ৩ থেকে ৫ জুলাই তিনি থাকবেন ভারতীয় উপমহাদেশে। সেই সময় মোহনবাগান মাঠে ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকার কোথাও জানান তিনি। পাশাপাশি কলকাতা এবং বাংলাদেশের (Bangladesh)  আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের সঙ্গে দেখা করতে তিনি উদগ্রীব বলেও জানান। জানা গিয়েছে,  কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গেও দেখা করতে পারেন মার্টিনেজ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File