আন্তর্জাতিক

প্রবল বৃষ্টির জেরে ফিলিপিন্সের একাধিক শহর হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত, মৃত কমপক্ষে ৪২ জন

প্রবল বৃষ্টির জেরে ফিলিপিন্সের একাধিক শহর হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত, মৃত কমপক্ষে ৪২ জন
Key Highlights

ফিলিপিন্সের দক্ষিণে হড়পা বান ও ভূমিধসের কারণে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে।

গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে হড়পাবানের সৃষ্টি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছেন। অনেক এলাকা জলের তলায় চলে গিয়েছে। মাগুইন্দানাও প্রদেশের তিনটি শহর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ফিলিপিন্সের অভ্যন্তরে স্বয়াত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেন, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে একাধিক ভূমিধস দেখা দেয়। নদীগুলোর বৃষ্টির জলে ফুলে ওঠে। বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করে। উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও জনবন্দি বেশ কিছু মানুষের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি। তবে হতাহতের সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভূমিধস ও নদীর স্রোতে ভেসে গিয়ে বেশিরভাগ বাসিন্দার মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিপিন্সের এক সেনা আধিকারিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, হড়পা বানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন। তাঁদের উদ্ধার করার চেষ্টা করছে সেনাবাহিনী। হড়পাবানে প্রচুর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে বলে ফিলিপিন্সের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেন, বেশ কিছু নীচু এলাকাতে এখনও বহু মানুষ আটকে পড়েছেন। জলস্তর বাড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছাদে আশ্রয়, পুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা তাঁদের উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কোটাবাটো শহরে বহু বছর কোনও বন্যা পরিস্থিতির শিকার হয়নি। কিন্তু প্রবল বৃষ্টিতে কোটাবাটো শহরেও বন্যা পরিস্থতি দেখা দিয়েছে।

প্রতিবছর ফিলিপিন্সে একাধিক ঝড় আঘাত হানে। চলতি বছরে ১৬ তম ঝড় নালগার জেরে প্রবল বৃষ্টিপাত হয়। যদিও এই ঝড়টি ফিলিপিন্সের উত্তরে আঘাতে হানে। ফিলিপিন্স আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে উত্তরের সামার প্রদেশের ক্যাটারম্যান শহর থেকে প্রায় ১৮০ কিমি পূর্বে ঘণ্টা ৮৫ কিমি বেগে উত্তর পশ্চিম দিকে ঝড়টি প্রবাহিত হয়।


Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
HS Exam | ট্যাবের টাকায় ‘হ্যাঁ’, পরীক্ষায় ‘না’! এবার উচ্চমাধ্যমিক দিচ্ছেনা কয়েক হাজার পড়ুয়া
Diabetes Cure | ডায়াবিটিস রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করার যুগান্তকারী আবিষ্কার করলেন চীনা গবেষকরা
Mahatma Gandhi | ৩০সে জানুয়ারির দশ দিন আগেও গান্ধীজির ওপর হামলা করে নাথুরামরা! জানুন 'মহাত্মা'র মৃত্যু ও তাঁর ওপর হওয়া হামলা সম্পর্কে না জানা তথ্য!
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
রাতভর বোমাবাজি পটাশপুরে, প্রথম দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত বঙ্গ