Kangchenjunga | কাঞ্চনজঙ্ঘা থেকে উধাও বরফ! দেখা যাচ্ছে কেবল কালো পাথর! 'স্লিপিং বুদ্ধ'র ছবি নিয়ে শোরগোল!
Friday, May 30 2025, 8:26 am
Key Highlightsহিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেখানে আগে সারা বছরই বরফে মোড়া থাকত, সেই কাঞ্চনজঙ্ঘায় দেখা যাচ্ছে শুধুই কালো পাথর!
শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা থেকে উধাও বরফ? কাঞ্চনজঙ্ঘার এই ছবি দেখে রীতিমতো উদ্বেগে পাহাড়প্রেমীরা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেখানে আগে সারা বছরই বরফে মোড়া থাকত, সেই কাঞ্চনজঙ্ঘায় দেখা যাচ্ছে শুধুই কালো পাথর! আজ, ৩০ মে গ্যাংটক থেকে এক পাহাড় বিশেষজ্ঞের তোলা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে বরফের শুধু কয়েকটি রেখা দেখা যাচ্ছে। বাকি পুরো অংশেই কালো পাথর দেখা যাচ্ছে। বিশেষজ্ঞেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জেরেই দ্রুত গলছে বরফ।
- Related topics -
- অন্যান্য
- ভ্রমণ
- গ্যাংটক
- বিশ্ব উষ্ণায়ন
- ভাইরাল

