Chenab | চন্দ্রভাগার জলে কোপ ভারতের, জলপ্রবাহ কমতেই গোঁসা করলো পাকিস্তান
Sunday, June 1 2025, 2:35 am
Key Highlightsগত দু’দিনে চন্দ্রভাগা নদীর জলপ্রবাহ কমেছে ৯১ হাজার কিউসেক। এই ঘটনায় ভারতের বিরুদ্ধে ফুঁসতে শুরু করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের ‘জল এবং বিদ্যুৎ ডেভেলপমেন্ট অথরিটি’ (ডব্লিউপিডিএ) এক রিপোর্ট জানাচ্ছে, গত বৃহস্পতিবার ভারত হয়ে মারালার দিকে ৯৮ হাজার ২০০ কিউসেক জলপ্রবাহ হয়েছে। শুক্রবার তা কমে দাঁড়িয়েছিল ৪৪ হাজার ৮০০ কিউসেক। শনিবার সেটা আরও কমে গিয়ে মাত্র ৭ হাজার ২০০ কিউসেকে দাঁড়িয়েছে। অর্থাৎ গত দু’দিনে চন্দ্রভাগা নদীর জলপ্রবাহ কমেছে ৯১ হাজার কিউসেক। এর জেরে আশঙ্কায় ভুগছে পাকিস্তান। পাকিস্তানের এক শীর্ষ আধিকারিক জানান, “ভারত চন্দ্রভাগা নদীতে জলপ্রবাহ আটকে দিয়েছে। ওরা আমাদের জল ব্যবহার করছে। এটা অন্যায়।”
- Related topics -
- দেশ
- জল
- পাকিস্তান
- ভারত
- চুক্তি স্বাক্ষর

