Operation Sindoor | অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমানও! ইঙ্গিত তিন বাহিনীর প্রধানের

Saturday, May 31 2025, 2:40 pm
Operation Sindoor | অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমানও! ইঙ্গিত তিন বাহিনীর প্রধানের
highlightKey Highlights

অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে৷ এমন ইঙ্গিত দিলেন ভারতের তিন বাহিনীর প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান৷


অপারেশন সিঁদুরের প্রায় ৩ সপ্তাহ পর নয়া ইঙ্গিত দিলেন ভারতের তিন বাহিনীর প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান৷ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন,ভারতের ৬টি যুদ্ধবিমান তাঁরা ধ্বংস করেছেন। সিঙ্গাপুরে একটি সাক্ষাৎকারে অনিল চৌহান এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে সম্পূর্ণ অস্বীকার করেননি। তিনি বলেন,‘কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কেন সেগুলি ভেঙে পড়ল সেটা জানা বেশি জরুরি৷ আমাদের কী ভুল হয়েছিল, সেটা জানা বেশি প্রয়োজন৷ সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়৷’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File