এশিয়া কাপের সুপার ফোরে রয়েছে রোহিত বনাম বাবর, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মিম-যুদ্ধে ভারত এগিয়ে

Sunday, September 4 2022, 12:26 pm
highlightKey Highlights

এশিয়া কাপের ম্যাচে আর কিছুক্ষণ পরেই দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি থাকছে ভারত ও পাকিস্তান।


গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এই দুই দল ফাইনালে উঠলে আগামী রবিবার ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পরস্পরের মুখোমুখি হবে। রোহিত শর্মার দল শক্তি ও ভারসাম্যের নিরিখে এগিয়ে থাকলেও পাকিস্তান চাইবে বদলা নিতে। 

ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে মিমের দাপট, জয়ের মুকুট পাবে কোন দল

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, "পাকিস্তান শিবিরে ক্রিকেটাররা এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথকে বেস্ট অব থ্রি সিরিজ বলেই ধরছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তান দুবাইয়েই ভারতকে হারিয়েছিল। বিশ্বকাপের আসরে সেটি ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। যদিও সেই পরাজয়কে কেউই গুরুত্ব দিচ্ছেন না।"

Trending Updates

সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ১৯৯২ সাল থেকে ২০২২ অবধি বিশ্বকাপে ভারতকে একবারই হারিয়েছে পাকিস্তান। ফলে চিন্তার কিছু নেই। সব দল সব ম্যাচেই জিতবে এটা হতে পারে না। তবে টি ২০ বিশ্বকাপে কাউকে ফেভারিটও ধরা যায় না। কে ভেবেছিল আইপিএল গুজরাত টাইটান্স জিতবে? তবে ভারত ভালো দল, ভালো খেলছে।

পাকিস্তানের বোলিং শক্তিকে সমীহ করেও দ্রাবিড় বলেছেন, ভারতের বোলিংও ভালো, তা ম্যাচের ফলাফলেই প্রতিফলিত। তাছাড়া ভারতের ব্যাটাররা সুকৌশলেই সামলেছেন পাক বোলারদের। তাই নিজেদের শক্তি ও রণকৌশলে ফোকাস রেখে বাবর আজমদের দলকে নিয়ে বিশেষ ভাবছে না ভারত।

এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচে যে কোনও মূল্যে জয় ছিনিয়ে নিতে চাইবে বাবর আজমের দল। যা পাকিস্তানকে এশিয়া কাপ তো বটেই, টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়াতে পারবে। আবেশ খানের জ্বর, তিনি ভারতের প্রথম একাদশে নাও থাকতে পারেন। তবে ভারতের যা শক্তি তাতে ক্রিকেটপ্রেমীরা নিশ্চিত যে আবারও ভারতই জয়লাভ করবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File