আবহাওয়া

West Bengal Weather | বছর শুরুতেই ফের শীত শীত ভাব! প্রথম সপ্তাহেই বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস! ফের কি বাড়তে চলেছে ঠান্ডা?

West Bengal Weather | বছর শুরুতেই ফের শীত শীত ভাব! প্রথম সপ্তাহেই বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস! ফের কি বাড়তে চলেছে ঠান্ডা?
Key Highlights

২০২৪ সালের দ্বিতীয় দিনেই কমলো তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নতুন বছরের দ্বিতীয় দিনে কিছুটা ফিরলো শীতের আমেজ। কমলো তাপমাত্রার পারদ। তবে দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠান্ডার দেখা এখনও নেই জানুয়ারির প্রথম সপ্তাহে। এরই মধ্যে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে কী বছর শুরুতে বাড়বে ঠান্ডা?

বছরের শুরুতেই মুড্ সুইং পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) এর। ২রা জানুয়ারিতে কমলো তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৪ তারিখ থেকে বঙ্গে আবহাওয়ায় বদল আসতে পারে। আবার দাপুটে ব্যাটিং শুরু করতে পারে শীত।পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু-সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 দক্ষিণবঙ্গের আবহাওয়া :

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জমাটি ঠান্ডা এখনও অধরাই। আপাতত কোনও জেলাতেই খুব একটা বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে ঠান্ডার আমেজ বজায় থাকবে। অন্যান্য বছরের থেকে চলতি বছরে গড়ে শীত স্বাভাবিকের থেকে কম পড়বে বলেই জানা যাচ্ছিল। তবে এর নেপথ্যে আসল ভিলেন এল নিনো কিনা তা স্পষ্ট নয়। চলতি বছর সেভাবে চেনা শীত ধরা দিচ্ছে না বাংলার দক্ষিণপ্রান্তে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে। পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী ২ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

এদিকে শহর কলকাতার তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী। আপাতত তাপমাত্রা কমার বা জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। আগামী কয়েকদিন সকালের দিয়ে হালকা কুয়াশাছন্ন থাকতে পারে আকাশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া :

 উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুযারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। হাওয়ার পূর্বাভাস বলছে, দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে আগামী ৪ দিন দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ এবং ৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলি হল-বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। অর্থাৎ রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। ফলে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) এর খবর। তবে তার আগে আপাতত বুধবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ,বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরফলে পূবালী হাওয়ার দাপট বেড়েছে। ফলে কমে গিয়েছে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। এরফলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার থেকে নামছে বৃষ্টি। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।


Waqf Hearing | ওয়াকফ কাউন্সিলে নিয়োগে স্থগিতাদেশ! ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট!
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
USA Tariff for China | চিনের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপালো ট্রাম্প! শুল্ক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যুক্তরাষ্ট্র-চিনের!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
SSC 2016 Panel Cancel | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল