মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খান বেকসুর, প্রশ্নের মুখে এনসিবি!

Wednesday, March 2 2022, 6:58 am
highlightKey Highlights

শাহরুখ খানের বড় ছেলের যে কোনও রকম মাদক চক্রের সঙ্গে কোনও যোগ ছিল না, তা এবার স্পষ্ট জানিয়ে দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)।


গত ৩রা অক্টোবর, ২০২১ মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। মাদক কাণ্ডে আরিয়ান খানকে ২০ দিনেরও বেশি সময় জেলে কাটানোর পর মুক্তি পেয়েছিলেন আরিয়ান। এ বিষয়ে তদন্তের জন্য গঠন করা হয়েছিল নার্কোটিকস কনট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। 

দীর্ঘ ৫ মাস পরে এবার সামনে এল সিটের তদন্ত রিপোর্ট। জানা গিয়েছে আরিয়ান খানের (Aryan Khan) বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর। ফলে এনসিবি যে অভিযোগ এনেছিল শাহরুখ-পুত্রের বিরুদ্ধে তা একেবারেই ভুল। 

এনসিবির দপ্তরে আরিয়ান খান
এনসিবির দপ্তরে আরিয়ান খান
Trending Updates

এক সর্বভারতীয় সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী SIT তাদের তদন্ত রিপোর্টে জানিয়েছে, আরিয়ান খানের কাছে কখনও মাদক ছিলই না। এমনকি তাঁর ফোন বাজেয়াপ্ত করারও কোনও কারণ ছিল না। 

প্রসঙ্গত, আরও জানা গিয়েছে আরিয়ানের WhatsApp Chat থেকেও এমন কিছুই পাওয়া যায়নি, যার ভিত্তিতে দাবি করা যায় যে কোনও আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এখানেই শেষ নয়, NCB-র তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেন আরিয়ানের জেরার কোনও ভিডিয়ো ডকুমেন্টেশন নেই, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে SIT।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File