খেলাধুলা

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল, এটাই হতে চলেছে লিওনেল মেসির খেলা শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল, এটাই হতে চলেছে লিওনেল মেসির খেলা শেষ বিশ্বকাপ
Key Highlights

ফিফা বিশ্বকাপ অভিযানের শুভ সূচনা করে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি।

ফিফার দেওয়া ডেডলাইনের তিন দিন পূর্বেই আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াড তৈরী করে তা ঘোষণাকরল বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনার কাছে এ বারের বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ তাই তা যে কোনও মূল্যে জিততে আশাবাদী তারা। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও হিগুয়েনের গোল নষ্টের বহর এবং শেষ মুহূর্তে গোল হজম করে ধাক্কা খায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু এ বার খেতাব নিয়েই কাতার ছাড়তে চায় সাদা-আকাশি জার্সিধারীরা।

সম্ভবত বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির কাছে এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে, তাই জয়ের আশা করছে ভক্তরা

লিওনেল মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলা হতে পারে এবারের বিশ্বকাপ, তাই মেসির 'বিদেয়ী' বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা দল। গত চারটি সংস্করণে বিশ্বকাপ খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে । ২০১৮ সালে কোচ লিওনেল স্কোলানি দায়িত্ব নেওয়ার পর সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে আর্জেন্টিনা দল। স্কোলানির তত্ত্বাবধানে  চলতি বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে দেশের জার্সিতে দ্বিতীয় খেতাব ফাইনালেসিমা জয় করেন লিওনেল মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা যে দল ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বশিষ্ঠ ফুটবলার রয়েছেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি। ৩৬ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে ১৮টি ম্যাচ খেলেছেন। লিওনেল মেসি ছাড়া শতাধিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার হিসেবে দলে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়া খেলেছেন ১২৩টি ম্যাচ, লিওনেল মেসি খেলেছে ১৬৪টি ম্যাচ। এই দলের সব থেকে কম বয়সী ফুটবলারব ২১ বছর বয়সী এনজো ফার্নান্ডেজ। এই মিডফিল্ডার দেশের হয়ে ২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, গিরোনিমো রুলি

ডিফেন্ডার: মার্কোস আকুনা, জুয়ান ফয়েত, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডে, জার্মান পিজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলাফিকো

মিডফিল্ডার: রড্রি ডি পল, এঞ্জো ফার্নান্ডেজ, আলেজান্দ্রো গোমেজ (পাপু গোমেজ), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সিকুয়েল প্যালাসিয়স, লিওনার্ডো পারিডেস, গুইো রড্রিগেজ

ফরওয়ার্ড: জুলিয়ান আলভারেজ, জোয়াকিন কোরে, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো ডিবালা, নিকো গঞ্জালেজ, লাউথারো মার্টিনেজ, লিওনেল মেসি



Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Mahakumbh | মহাকুম্ভ মেলা থেকে ২-৪ লক্ষ কোটি টাকার ব্যবসা! যোগী রাজ্যে আয় হতে পারে ২৫ কোটি টাকা! মহাকুম্ভ মেলা বাড়াবে দেশের GDP
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
মকর সংক্রান্তির মর্মকথা | The essence of Makara/Makar Sankranti
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla