শিব ঠাকরের সঙ্গে তিক্ত বচসা থেকে হাতাহাতি, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন অর্চনা গৌতম

Thursday, November 10 2022, 4:54 pm
highlightKey Highlights

বিগ বসের খুব ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী শিব ঠাকরে ও অর্চনা গৌতমের মধ্যে ভয়ানক বাজে তর্কাতর্কি হয়, যা ভয়াবহ রূপ ধারণ করে।


বিগ বসের এই বছরের সিজন ১৬ দারুণভাবে দর্শকদের মনোরঞ্জন করতে সফল হচ্ছে। প্রায় রোজই প্রতিযোগীদের মধ্যে ধুন্ধুমার লড়াই ও সম্পর্কের টানাপোড়েন এক আলাদা দিকেই নিয়ে যাচ্ছে বিগ বসের খেলাকে। মডেল তথা রাজনৈতিকবিদ অর্চনা গৌচম ও বিগ বস মারাঠি ২ বিজয়ী শিব ঠাকরে এই সিজনের বিগ বসের দুই প্রতিযোগী, যাঁরা অকপট বলার জন্য বাড়িতে পরিচিত। কিন্তু এই দুই প্রতিযোগীর মধ্যেই ফাটাফাটি লড়াই হতে চলেছে, যা হাতাহাতিতে পৌঁছবে। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো খবর অনুযায়ী অর্চনাকে বিগ বসের বাড়ি থেকে বের করে দিতে পারে নির্মাতারা।

সূত্রের খবর, শিব ঠাকরে অর্চনাকে ব্যক্তিগত আক্রমণ করে, যার ফলস্বরূর অর্চনা অত্যন্ত রেগে গিয়ে শিবের ওপর হামলা করে এবং তাঁর গলা টিপে ধরে। অর্চনার এ ধরনের আক্রমণাত্মক আচরণ শিবকে অবাক করে দেয় এবং তাঁর এলিমিনেশন দাবী করে বিগ বসের কাছ থেকে। সৌন্দর্য্য শর্মাওশিবের পক্ষ নিয়ে অর্চনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলে। জানা গিয়েছে যে বুধবার ভোর ৩টে নাগাদ এই এলিমিনেশন হয়।

বিশেষ সূত্রের খবর, বিগ বস কড়া পদক্ষেপ স্বরূপ অর্চনা গৌতমকে বাড়ি থেকে বের করে দেন। তবে এই এভিকশন কিছু সময়ের জন্য নাকি স্থায়ী তা জানা যায়নি। প্রসঙ্গত, আব্দু রোজিক ক্যাপ্টেন হওয়ার পর থেকেই অর্চনা খুব একটা খুশি ছিলেন না এবং অর্চনা আব্দুর প্রত্যেকটা দিন খারাপ করতে শুরু করেন। অপরদিকে শিব ও আব্দু বাড়ির মধ্যে সবচেয়ে ভালো বন্ধু। অর্চনা সকালে ঘুমিয়ে, নিমরিতের নামে মিথ্যা কথা বলে আব্দুকে উত্তপ্ত করতে থাকেন। যা নিয়ে প্রতিবাদ করতে দেখা যেত শিবকে। অর্চনার সঙ্গে সকল প্রতিযোগীদেরই কমবেশি ঝগড়া হয়েছে। তবে শিবের সঙ্গে তাঁর এই ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

Trending Updates





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File