বিনোদন

সত্যজিৎ বেশে অনবদ্য অভিনেতা জিতু কমল, দর্শকের মন জয় করলেন পরিচালক অনীক দত্ত

সত্যজিৎ বেশে অনবদ্য অভিনেতা জিতু কমল, দর্শকের মন জয় করলেন পরিচালক অনীক দত্ত
Key Highlights

সাদাকালো পর্দায় সত্যজিৎ রায়ের জীবনের একটা বিশেষ অংশ এঁকেছেন পরিচালক অনীক দত্ত। অপরাজিত ছবি নিয়ে দর্শকদের আশা পূরণ করতে পারলেন পরিচালক

বহু প্রতিক্ষিত ছবিটির স্পেশাল স্ক্রিনিং দেখার পর এমনটাই মত দিলেন সিনেমাপ্রেমীরা। শহরের এক আইনক্সের পর্দায় আজ সন্ধ্যায় প্রথম দেখানো হয় অপরাজিত ছবিটি। প্রথম শো দেখতে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, কল্যাণ রায়, বরুণ চন্দ্র, সৃজিত, মিথিলা, বিক্রম ঘোষ, জয়া শীল-সহ রূপোলি জগতের বহু তারকা।

সত্যজিৎ রায়ের বর্ণময় জীবনের একটা অংশ কীভাবে দেখানো হল ছবিতে? 

সত্যজিৎ রায় ওরফে অপরাজিত রায়ের ভূমিকায় জিতু কমল দর্শকের মন ছুঁয়ে নেন। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ। তিনিও অনবদ্য। পথের পাঁচালী (ছবিতে নাম পথের পদাবলী) ছবিকে কেন্দ্র করে সত্যজিৎ রায়ের জীবনছবি এঁকেছেন অনীক দত্ত। হুবুহু সত্যজিৎ রায়ের মতো দেখতে জিতু কমলের উপস্থাপন প্রশংসার দাবি রাখে।

পথের পাঁচালীর মধ্যে দিয়েই অপরাজিত রায়ের জীবন বাঁক নেয় নতুন পৃথিবীর দিকে। কলকাতার মঞ্চে সংবর্ধিত হন তিনি। ছবিতে তাঁর সঙ্গীদের ভূমিকায় ঋত্বিক, দেবাশিস, শোয়েব প্রমুখ যথার্থ অভিনয় করেছেন। মুক্তি পাওয়ার পরেই যথেষ্ট সারা ফেলেছে অপরাজিত। আগামী দিনে বিপুল দর্শক এই ছবিকে কতটা গ্রহণ করে সেটাই এখন দেখার।