Anubrata Mondal: বিচারককে হুমকি, জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার!

Tuesday, August 23 2022, 11:04 am
highlightKey Highlights

"জামিন না দিলে আপনি মাদক মামলায় ফাঁসবেন" - গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মামলার বিচারককে হুমকি!


পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আরেক মন্ত্রী তথা গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল। জানা যাচ্ছে, দ্রুত জামিন দিতে হবে গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে; না হলেই মাদক মামলায় ফাঁসবে পরিবার। এই মর্মে হুমকি চিঠি পেয়েছেন আসানসোলের সিবিআই আদালতের (CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তী। তবে, কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিচারক বিষয়টি কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারকে জানালেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন না সিবিআই আদালতের বিচারক। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।

আসানসোলের সিবিআই আদালতে কয়লা ও গরুপাচার মামলার শুনানি চলছে। দুই মামলার একাধিক প্রভাবশালী অভিযুক্তকে ওই আদালতে হাজির করা হচ্ছে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রতও। তাঁকেও আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে হাজির করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৪শে আগস্ট অবধি সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

Trending Updates

এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। নিম্ন আদালতের একাধিক বিচারককে এভাবে হুমকি দেওয়া হয়। ২০১১ সালের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। এই বিষয়টি এখনই আটকানো না গেলে সাধারণ মানুষের শেষ ভরসাস্থলও নষ্ট হয়ে যাবে।

সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

প্রসঙ্গত, গত ১১ই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এখনও পর্যন্ত অনুব্রতর ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের খোঁজ পাওয়া গিয়েছে। ওই ফিক্সড ডিপোজিট তাঁর স্ত্রী ও মেয়ের নামে রয়েছে। শুধু তাই নয় বোলপুরের কালিকাপুরে ৭০ বিঘা জমির উপর ভোলে ব্যোম রাইস মিলের খোঁজও পেয়েছে সিবিআই। যার দলিলেও নাম রয়েছে অনুব্রতর প্রয়াত স্ত্রী ও মেয়ের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File