সব থেকে দামি গলফ প্রতিযোগিতায় রানার্স হয়ে ইতিহাস গড়লেন বাংলার অনির্বাণ | Anirban Lahiri

আমেরিকায় প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার-আপ হলেন বাংলার গলফার অনির্বান।
ইতিহাস তৈরি করলেন বাংলার অনির্বাণ লাহিড়ি। চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ। আমেরিকায় প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার-আপ হলেন গলফার অনির্বাণ। টাইগার উডস, গ্রেগ নরম্যানের মতো বিখ্যাত গলফাররা এর আগে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
অনেক চেষ্ঠার পরেও মাত্র এক স্ট্রোকের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি অনির্বাণ, কিন্তু রানার-আপ হন তিনি। বিশ্বের সবথেকে বেশি পুরস্কার মূল্যের গলফ প্রতিযোগিতাসহল এই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় রানার-আপ হয়ে তিনি প্রায় সাড়ে ১৬ কোটি টাকা পুরস্কার মূল্য পেয়েছেন। সব মিলিয়ে এটি ১৫০ কোটি টাকার প্রতিযোগিতা।
সাত বছর ধরে এই প্রতিযোগিতায় খেলছি। ভাল করতে পারিনি। আজ একটা বড় বোঝা কাঁধ থেকে নামল। অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারতাম। খুব ভাল সুযোগ ছিল। কয়েকটা ভুল করে ফেলেছি, যেগুলো এড়ানো যেত। কিন্তু এটাই গলফ।
- Related topics -
- খেলাধুলা
- গলফ
- লাইফস্টাইল