শাড়িতে পকেট! ফ্যাশনের নয়া ট্রেন্ডে গা ভাসিয়ে জেনে নিন পদ্ধতি
Tuesday, June 29 2021, 12:10 pm
Key Highlights
শাড়ি হল ভারতীয় নারীদের কাছে অন্যতম পছন্দের পরিধান। যারা শাড়ি পরেন এবং হাত ফাঁকা রাখতে চান, তাদের জন্য সুখবর । ফ্যাশনের নয়া ট্রেন্ড - এবার শাড়িতেই বানিয়ে ফেলুন পকেট। কিন্তু কিভাবে? আসুন জানি। প্রথমে শাড়ি পরতে হবে, কুচির পাশের জায়গায় চক দিয়ে দাগ কেটে নিতে হবে। এবার আপনার পছন্দমতন কাপড় দিয়ে মনের মতন স্টাইলে কেটে পকেট বানিয়ে ফেলুন। মোবাইল থেকে শুরু করে আপনার দরকারি জিনিস এবার থেকে রেখে দিন পকেটেই।
- Related topics -
- লাইফস্টাইল
- ফ্যাশন
- অভিনেত্রী