বিনোদন

Animal Movie | 'সমাজে নেগেটিভ মনোভাব তৈরি করছে'! অ্যানিম্যাল নিয়ে রাজ্যসভায় কড়া ম্যন্তব্য! তবুও ৬ দিনে ৩০০ কোটির বেশি ব্যবসা!

Animal Movie | 'সমাজে নেগেটিভ মনোভাব তৈরি করছে'! অ্যানিম্যাল নিয়ে রাজ্যসভায় কড়া ম্যন্তব্য! তবুও ৬ দিনে ৩০০ কোটির বেশি ব্যবসা!
Key Highlights

মুক্তির পর বক্স অফিসে অ্যানিম্যাল সিনেমা আয় করেছে ৩০০ কোটিরও বেশি টাকা। যদিও কন্টেন্ট নিয়ে তীব্র সমালোচনার শিকার রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমা।

প্রকাশে পরই সিনেমা হলে-সোশ্যাল মাধ্যমে চারিদিকেই অ্যানিম্যাল সিনেমা (Animal Movie) এর ক্রেজ! বলা যেতে পারে রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমা(Animal Movie Ranbir Kapoor) তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র। ইতিমধ্যেই এই সিনেমা ভারতে ৬ দিনেই ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে। তবে রণবীর কাপুরের নতুন সিনেমা (Ranbir Kapoor New Movie) 'অ্যানিম্যাল' নিয়ে চলছে কন্ট্রোভার্সিও। নেটিজনদের মধ্যে কেউ করছেন প্রশংসা আবার কেউ করছেন বদনাম। এবার এই ছবির প্রসঙ্গ সোশ্যাল মাধ্যম পেরিয়ে উত্থাপন হল সংসদেও!

১লা ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুরের নতুন সিনেমা (Ranbir Kapoor New Movie) অ্যানিম্যাল। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সঙ্গে রয়েছেন ববি দেওল (Bobby Deol), অনীল কপূর (Anil Kapoor) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna), তৃপ্তি ডিম্রির (Tripti Dimri) মতো আকর্ষণীয় অভিনেতারা। মুক্তির পর পঞ্চম দিনে ভারতে ৩৮.২৫ কোটি টাকা আয় করে 'অ্যানিম্যাল'। এই সময়ে দেশে 'অ্যানিম্যাল' ছবির মোট আয়ের পরিমাণ ২৮৩.৭৪ কোটি টাকা। রণবীরের 'সঞ্জু' মোট ৩৪২.৫৩ কোটি টাকা আয় করে, তারপর রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমা (Animal Movie Ranbir Kapoor)'  ভারতে রণবীরের সবচেয়ে বেশি আয় করেছে। অন্যদিকে, বিশ্বের বাজারে এই ছবি ৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল বক্স অফিসে এই ছবি মোট ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে।

তবে অ্যানিম্যাল সিনেমা (Animal Movie) প্রকাশের পর সমালোচিতও হয়েছে।  সমাজের একাংশ কিন্তু অ্যানিম্যাল নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। তবে এবার সুর চড়ালেন ছত্তিশগড়ের সাংসদ রঞ্জিত রঞ্জন। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে ছত্তিশগড়ের কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন অ্যানিমাল নিয়ে মন্তব্য করে বলেন, কবীর সিং এবং অ্যানিমালের মতো সিনেমাতে চূড়ান্ত হিংসা দেখানো হয়েছে। এই ধরণের সিনেমা সমাজে নেগেটিভ মনোভাব তৈরি করছে। যুব সম্প্রদায়ের কাছে খারাপ উদাহরণ তৈরি করছে এই ধরণের সিনেমা। এমনকি সিনেমাটিকে হিট করার জন্য ইচ্ছাকৃতভাবে হিংসা দেখানো হয়েছে বলেও মন্তব্য করেন ছত্তিশগড়ের কংগ্রেস সাংসদ। তিনি আরও যোগ করেন, সিনেমায় মাত্রাতিরিক্ত হিংসা এবং মহিলাদের প্রতি খারাপ আচরণ দেখানো হয়েছে। সংসদ বলেন, এই সিনেমা দেখার পর কাঁদতে কাঁদতে বাড়ি আসে তাঁর মেয়ে। সাংসদ রঞ্জিত রঞ্জন বলেন, সিনেমা সমাজের দর্পন। কিন্তু, কবীর সিং এবং অ্যানিমালের মতো সিনেমা যুব সম্প্রদায়ের উপর খারাপ প্রভাব ফেলছে। হিংসাকে এখানে বড় করে দেখানো হয়েছে। বলিউড এখন এই ধরণের ছবি তৈরি করছে, যা সমাজের ক্ষেত্রে তা বিপজ্জনক।

উল্লেখ্য, কবীর সিং এবং অ্যানিমাল, দু'টি ছবিই পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Bhanga)। রণবীর কাপুরের এই ছবিতে মুখ্য চরিত্রে রণবীর এবং ভিলেনের চরিত্রে ববি দেওলের অভিনয়ের তারিফ করছেন দর্শকরা। কিন্তু, রণবীরের চরিত্রের হিংসাত্মক রূপ অনেকেরই পছন্দ হয়নি। অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করা রণবীরের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন নারীবাদী থেকে শুরু করে বহু নেটিজেনরা। এক তথ্য অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে মহিলাদের ওপর অত্যাচার বা নির্যাতনের অভিযোগ সবথেকে বেশি দায়ের হয় তার স্বামী বা তার আত্মীয়দের বিরুদ্ধে (৩১.৪ শতাংশ)। তারপরে মহিলাদের অপহরণ (১৯.২ শতাংশ), ধর্ষণ (৭.১ শতাংশ) এর অভিযোগ রয়েছে ওপরে। এঅবস্থায় অ্যানিম্যালের মতো সিনেমা সমাজে খারাপ বার্তা দিচ্ছে বলে সমালোচনা করছেন বহু নারীবাদ, সমাজসেবী এবং নেটিজেনরা।

প্রসঙ্গত, অ্যানিম্যাল সিনেমার মুক্তি পাওয়ার দিনেই বক্স অফিসে একইদিনে মুক্তি পায় রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা ক্যাফের স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) স্যাম বাহাদুর (Sam Bahadur)। ফলে মুখোমুখি টক্কর চলছে ভিকি ও রণবীরের ছবির।  তবে এই দৌড়ে শীর্ষে রয়েছে  'অ্যানিম্যাল'। ভিকি কৌশলের ছবি স্যাম বাহাদুর (Sam Bahadur) মঙ্গলবার পর্যন্ত আয় করেছে ৩.৫ কোটি টাকা। মুক্তির পাঁচ দিনের পর স্যাম বাহাদুর সিনেমা (Sam Bahadur Movie) সোমবারের মতোই আয় করে।  শুক্রবার মুক্তি পাওয়া 'স্যাম বাহাদুর' মূলত ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র গল্প তুলে ধরেছে। প্রথম দিনে 'স্যাম বাহাদুর সিনেমা (Sam Bahadur Movie)'  ৬.২৫ কোটি টাকা আয় করেছে, রবিবার আয়ের মাত্রা বেড়ে দাঁড়ায় ১০.৩ কোটি টাকা। অন্যদিকে,  ছবিতে দেখানো কনেটন্টের জন্য নানান সমালোচনা শুরু হলেও, হট টপিকে অ্যানিমাল। চর্চায় শীর্ষে থেকেও রণবীর কাপুরের অ্যানিমাল ভেঙে দিয়েছে 'জওয়ান' এর বক্স অফিসের রেকর্ডও।


Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Jyotipriya Mallick | রেশন দুর্নীতি মামলায় জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের! আজই মুক্তি সংশোধনাগার থেকে
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
R G KAR Hearing live । দুপুর আড়াইটায় রায় ঘোষণা, শিয়ালদা আদালত চত্বর সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo