রাজস্থান

Rajasthan: প্রাক্তন বিজেপি বিধায়ককে ধর্ষণের মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

Rajasthan: প্রাক্তন বিজেপি বিধায়ককে ধর্ষণের মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা
Key Highlights

২০ বছরের পুরনো ধর্ষণের মামলায় রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক রাজপুরহিতের ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করল মহামান্য আদালত।

৮৬ বছর বয়সী একজন প্রাক্তন বিজেপি বিধায়ককে ২১ বছরের পুরনো ধর্ষণের মামলায় কারাদণ্ড দেওয়া হল। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণ করেন ভনওয়ারলাল রাজপুরোহিত নামে রাজস্থানের এক বিজেপি নেতা। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে বুধবার (২২শে ফেব্রুয়ারী, ২০২৩) নাগৌরের এক আদালত রায় দিয়েছে, দশ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ককে।

লিখিত অভিযোগ অনুযায়ী, ২২-বছর বয়সী ভুক্তভোগী অভিযোগ করেছেন যে গত ২৯ এপ্রিল, ২০০২ সালে তিনি যখন রাজপুরোহিতের বাড়িতে তার কুঁয়ো থেকে জল আনতে গিয়েছিলেন তখন ভনওয়ারলাল রাজপুরোহিতের দ্বারা তাকে যৌন নির্যাতন করেছিলেন। ভনওয়ারলালের স্ত্রী সেদিন বাড়িতে ছিলেন না। কারণ, মুম্বাইতে তার স্বামীকে ফোন করার জন্য ফোন ব্যবহার করতে দেওয়ার অজুহাতে তিনি তাকে বাড়িতে ডেকে নেন। পরে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেন তৎকালীন বিজেপি নেতা।

২০০২ সালের এই ঘটনার পর, নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তাকে বাধ্য গর্ভপাত করাতে হয়। মেয়েটি তার বাবার সাথে আদালতে অভিযোগ দায়ের করে ও তার ভিত্তিতে রাজস্থানের ইস্তগাসা থানায় একটি মামলা দায়ের করা হলিয়েছিল। কিউটু, পুলিশের তৎকালীন তদন্তকারী অফিসার ১৬ই আগস্ট, ২০০২-এ মামলাটি বন্ধ করে দিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন। 

রিপোর্ট অনুযায়ী ভনওয়ারলাল সেই সময়ে কোনো পদে না থাকলেও, তার ঠিক দেড় বছর পর অর্থাৎ ২০০৩ সালের ডিসেম্বরের নির্বাচনে বিজেপি তাকে দলীয় টিকিট দিয়েছিল। 


Supreme Court | ফাঁসির বদলে দেওয়া হোক প্রাণঘাতী ইঞ্জেকশন! আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
Maharashtra | মহারাষ্ট্রে আত্মসমর্পণ ৬ কোটির বেণুগোপালের! ৬০ কমরেডকে নিয়ে পুলিশের কাছে কিষেনজির ভাই
Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Kolkata Metro | ছুটির সন্ধ্যেয় থমকালো মেট্রো, দমদমগামী ব্লু লাইনে দুর্ভোগ, ভোগান্তিতে যাত্রীরা
Border Security Force | বিএসএফের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী!
NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!
Breaking News | কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি, নজরে বালিপাচার চক্র?