Rajasthan: প্রাক্তন বিজেপি বিধায়ককে ধর্ষণের মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা
২০ বছরের পুরনো ধর্ষণের মামলায় রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক রাজপুরহিতের ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করল মহামান্য আদালত।
৮৬ বছর বয়সী একজন প্রাক্তন বিজেপি বিধায়ককে ২১ বছরের পুরনো ধর্ষণের মামলায় কারাদণ্ড দেওয়া হল। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণ করেন ভনওয়ারলাল রাজপুরোহিত নামে রাজস্থানের এক বিজেপি নেতা। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে বুধবার (২২শে ফেব্রুয়ারী, ২০২৩) নাগৌরের এক আদালত রায় দিয়েছে, দশ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ককে।
লিখিত অভিযোগ অনুযায়ী, ২২-বছর বয়সী ভুক্তভোগী অভিযোগ করেছেন যে গত ২৯ এপ্রিল, ২০০২ সালে তিনি যখন রাজপুরোহিতের বাড়িতে তার কুঁয়ো থেকে জল আনতে গিয়েছিলেন তখন ভনওয়ারলাল রাজপুরোহিতের দ্বারা তাকে যৌন নির্যাতন করেছিলেন। ভনওয়ারলালের স্ত্রী সেদিন বাড়িতে ছিলেন না। কারণ, মুম্বাইতে তার স্বামীকে ফোন করার জন্য ফোন ব্যবহার করতে দেওয়ার অজুহাতে তিনি তাকে বাড়িতে ডেকে নেন। পরে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেন তৎকালীন বিজেপি নেতা।
২০০২ সালের এই ঘটনার পর, নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তাকে বাধ্য গর্ভপাত করাতে হয়। মেয়েটি তার বাবার সাথে আদালতে অভিযোগ দায়ের করে ও তার ভিত্তিতে রাজস্থানের ইস্তগাসা থানায় একটি মামলা দায়ের করা হলিয়েছিল। কিউটু, পুলিশের তৎকালীন তদন্তকারী অফিসার ১৬ই আগস্ট, ২০০২-এ মামলাটি বন্ধ করে দিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন।
রিপোর্ট অনুযায়ী ভনওয়ারলাল সেই সময়ে কোনো পদে না থাকলেও, তার ঠিক দেড় বছর পর অর্থাৎ ২০০৩ সালের ডিসেম্বরের নির্বাচনে বিজেপি তাকে দলীয় টিকিট দিয়েছিল।
- Related topics -
- রাজস্থান
- ক্রাইম
- বিজেপি
- বিজেপি সাংসদ
- ধর্ষণ