দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি; `শুধু বাংলা নয়, দেশের গর্ব`, দাবি করলেন অমিত শাহ

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

'দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। এটা শুধু বাংলা নয়, দেশের গর্ব'। ভিক্টোরিয়ায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি ছিলেন না কেন জানেন?


UNESCO-র কালচারাল হেরিটেজের তালিকায় বাঙালির শারদোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় 'কলকাতার দুর্গাপুজো'-কে।

কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এদিন দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উৎযাপন অনুষ্ঠান করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, 'নানা মতের মিলন আমাদের সংস্কৃতি। বিবিধতাই আমাদের শক্তি। আমাদের সংস্কৃতি চিরন্তন। কুম্ভমেলা, যোগাকে আগেই সংস্কৃতি দিয়েছিল ইউনেস্কো। এবার দুর্গাপুজোও স্বীকৃতি পেয়ে গেল। গোটা বিশ্ব আমাদের সংস্কৃতি কদর করে'। শুধু তাই নয়, স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: Russia Ukraine War: হাতে সাদা রিবন না পরলেই গুলি! হুঁশিয়ারি রুশ সেনার

Trending Updates

এদিকে দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বললেন, 'দশ বছর ধরে দুর্গাপুজোকে প্রমোট করতে করতে, ইউনেস্কো পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। এতে অন্য কারও কোনও অবদান নেই। অবদান রয়েছে ক্লাবগুলোর, পুজো কমিটিগুলোর, কোটি কোটি মানুষের। বাংলাকে এত দুর্বল ভাবার কোনও কারণ নেই'। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File