Amazon Layoffs | ম্যানেজার পদ থেকে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে Amazon! গোটা বিশ্বে সংস্থার কর্মী সংখ্যা কমবে প্রায় ১৩ শতাংশ!


প্রায় ১৪ হাজার জনকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেবে ই'কমার্স জায়ান্ট অ্যামাজ়ন।
এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে অ্যামাজ়ন! প্রায় ১৪ হাজার জনকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেবে এই ই'কমার্স জায়ান্ট। এর ফলে গোটা বিশ্বে অ্যামাজ়নের কর্মী সংখ্যা কমবে প্রায় ১৩ শতাংশ। এই বিপুল ছাঁটাইয়ের জেরে গ্লোবাল ওয়ার্কফোর্স ১ লক্ষ ৫ হাজার ৭০০ থেকে নেমে আসবে ৯১ হাজার ৯৩৬ এ। ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই কর্মী ছাঁটাই বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মূলত খরচ কমানোর উদ্দেশ্যেই এই ছাঁটাই করা হচ্ছে। সম্প্রতি ম্যানেজার এবং কনট্রিবিউটারের অনুপাত অন্তত ১৫ শতাংশ করার কথা জানিয়েছিলেন অ্যামাজ়নের সিইও।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অ্যামাজন
- কর্মী ছাটাই
- ই-কমার্স