SIR in UP | উত্তরপ্রদেশে SIR-এ বাদ যেতে পারে প্রায় ৪ কোটির নাম, উদ্বিগ্ন যোগী!
Tuesday, December 16 2025, 4:44 pm
Key Highlightsউত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় ৪ কোটি জনের।
SIR নিয়ে এবার উদ্বিগ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলছেন, উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় ৪ কোটি জনের। যার অধিকাংশই বিজেপি ভোটার। এদিকে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, অনেকের গ্রাম ও শহর দু’জায়গাতেই ভোট ছিল। সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ।উল্লেখ্য, উত্তরপ্রদেশে শেষ মুহূর্তে SIR এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। ফলে যোগীরাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- সিএসআইআর
- যোগী আদিত্যনাথ
- রাজনীতি
- রাজনৈতিক
- বিজেপি

