Amaal Malik | ‘ব্যাড প্যারেন্টিং’ এর শিকার আমাল মালিক, মা-বাবা-ভাইয়ের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিলেন তরুণ কম্পোজার

Thursday, March 20 2025, 5:37 pm
Amaal Malik | ‘ব্যাড প্যারেন্টিং’ এর শিকার আমাল মালিক, মা-বাবা-ভাইয়ের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিলেন তরুণ কম্পোজার
highlightKey Highlights

দিনরাত মা বাবার খোঁটা শুনে এমন পরিস্থিতি যে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন অমল। সোশাল মিডিয়ায় সেই বিভীষিকাময় অভিজ্ঞতা ভাগ করে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।


জনপ্রিয় গায়ক এবং কম্পোজার আমাল মালিক। ঝা চকচকে জীবন দেখে তাকে সুখী বলেই মনে হতো। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বিভীষিকাময় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। পোস্টে তিনি দাবি করেছেন, নিজের মা বাবা তাঁকে দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর থেকে সবরকম সুযোগ সুবিধা উপভোগ করা সত্বেও অকর্মা অপবাদ দিয়ে তাঁর আত্মবিশ্বাস ভেঙেছে। পোস্টে তিনি জানান, বাধ্য হয়ে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File